সময়টা এখন সাকিব আল হাসানের। শুধুই এই অলরাউন্ডারের। বুধবার একদিনে দুটি সুখবর পেয়েছেন তিনি। দুপুরে তিনি চলে এসেছেন টি-টুয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে। ২০১৭ সালের অক্টোবরের পর ফের টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন সাকিব। সেই খবরের রেশ থাকতেই আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটারও হলেন বাংলাদেশের এই তারকা।
অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়রকে পেছনে ফেললেন সাকিব। বুধবার বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মাস সেরা হওয়ার সম্মান পেপেয়েছেন তিনি। এর আগে মে মাসের সেরা পুরুষ ক্রিকেটার হন মুশফিকুর রহিম।
মাসসেরা পুরস্কার জিতে সাকিব বলছিলেন, ‘দেখুন, আইসিসির পুরুষদের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া খুবই আনন্দের। ২০২১ সালের জুলাই মাসে অনেক অসাধারণ পারফরম্যান্স হয়েছে। সে কারণেই এটি আমার জন্য বিশেষ কিছু। যখন আমি জয়ে অবদান রাখি তখন সবচেয়ে বেশি আনন্দ ও সন্তুষ্টি পেয়েছি। গত কয়েক সপ্তাহে বাংলাদেশের সাফল্যে সাহায্য করতে পেরে খুবই খুশি আমি।’
গত মাসে জিম্বাবুয়ের মাটিতে একমাত্র টেস্ট জয়ের পর ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজও জেতে বাংলাদেশ। টেস্টে এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে যদিও তেমন কিছু করতে পারেন নি সাকিব। অবশ্য বল হাতে নেন ৫ উইকেট।
দ্বিতীয় ওয়ানডেতে দলের বিপর্যয়ে দারুণ খেলেন সাকিব। রান তাড়ায় ৯৬ রানের দারুণ এক অপরাজিত ইনিংসে জেতান দলকে। বোলিংয়ে সিরিজের সর্বোচ্চ ৮ উইকেট । এরমধ্যে এক ম্যাচে নেন পাঁচ উইকেট। এরপর টি-টুয়েন্টিতে নিয়েছেন ৩ উইকেট, তুলেন ৩৭ রান।
এদিকে নারীদের ক্রিকেটে গত মাসের সেরা নির্বাচিত হলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার স্টেফানি টেইলর। পেছনে ফেলেছেন স্বদেশি হেইলি ম্যাথিউস ও পাকিস্তানের ফাতিমা সানাকে।
চলতি থেকেই আইসিসি মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করেছে। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে রয়েছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে।
Discussion about this post