অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টুয়েন্টি সিরিজ শুরু ৩ আগষ্ট। কিন্তু তার আগেই চলছে প্রস্তুতি। ক্রিকেট অস্ট্রেলিয়া নানা শর্ত পালন শুরু হয়ে গেছে। যদিও তারা এখনও পা রাখেনি ঢাকায়। এমনিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন ছাড়া সরাসরি হোটেলে আসছে অজিরা।
পাশাপাশি সিরিজ শুরুর ১০ দিন আগে থেকেই সংশ্লিষ্ট সবাইকে থাকতে হবে কোয়ারেন্টাইনে থাকতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই শর্ত মেনে এগিয়ে চলছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলই ভাড়া নিয়ে নিচ্ছে বিসিবি।
অস্ট্রেলিয়া ঢাকায় পা রাখার পর তারা হোটেলে থাকবেন, ততদিন রেস্টুরেন্ট, সুইমিংপুল সাধারণ অতিথিরা ব্যবহার করতে পারবেন না। এই পাঁচ তারকা হোটেলে চলছে সিরিজ সংশ্লিষ্ট হতে শুরু করে ম্যাচ অফিসিয়ালসহ সকল স্টাফদের কোয়ারেন্টাইন।
প্রথম দফায় ৮৫ জন ও পরের দফায় ৬০-৬৫ জনের কোয়ারেন্টাইন চলছে। যাদের নিয়মিত কোভিড টেস্ট করানো হবে। সব মিলিয়ে দেড়শ জনের কোয়ারেন্টাইন চলছে। হোটেলের দুটি জোন থাকছে। ইস্ট জোন পুরোটা বিসিবির কর্মকর্তাদের দখলে। ৮৫টি সিঙ্গেল রুমে চলছে কোয়ারেন্টাইন। গ্রাউন্ডসম্যানদের কোয়ারেন্টাইনও চলছে।
অস্ট্রেলিয়া ঢাকায় পা রাখার পর ২৯ জুলাই থেকে এই হোটেল সম্পূর্ণ আইসোলেশনে চলে যাবে। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে সেখান থেকে চার্টাড বিমানে ঢাকা এসে পৌঁছবে অজিরা। ঢাকায় এসে তিনদিনের রুম কোয়ারেন্টাইন, হোটেল সোনারগাঁওয়ে। তারপর ১ আগস্ট মিরপুরে প্রথম অনুশীলনে নামবে অজিরা। এরপর অজিদের সঙ্গে বাংলাদেশের প্রথম ম্যাচটি হবে ৩ আগস্ট। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। ৭ দিনে পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচে লড়বে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।
Discussion about this post