ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিস্ময়কর। ঠিক তাই। এমন একন বিরল দিন ক্রীড়াপ্রেমীদের জীবনে কমই এসেঠে। একই দিনে কোপা আমেরিকা ফাইনাল, উইম্বলডন ফাইনাল আর ইউরো কাপের ফাইনাল! রোববার চোখ থাকবে ক্রীড়াপ্রেমীদের সকাল থেকে গভীর রাত। ‘সুপার সানডে!’
একই দিনে এমন তিনি ফাইনাল প্রত্যেক বছরে কিন্তু আসেনা। প্রত্যেক বছরই বা কেন, চার বছর অন্তরও দেখা যায় না এমন দৃশ্য।
ব্রাজিলের মারাকানায় বাংলাদেশ সময় রোববার সকাল ৬ টায় ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা। ১৪ বছর আগে কোপা ফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনা একে অপরের মুখোমুখি হয়। সেবার ব্রাজিল ৩-০ গোলে হারায় আর্জেন্টিনাকে। তারপর আরও তিনবার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কিন্তু ট্রফি জেতা হয়নি। এবার শিরোপায় চোখ লিওনেল মেসিদের।
এই ম্যাচ দেখে দুপুরটা বিশ্রামের সুযোগ পাবেন ক্রীড়াপ্রেমীরা। সন্ধ্যায় সাড়ে ছ’টা থেকে শুরু উইম্বলডন ফাইনাল। সুপার সানডে এসেছিল বছর দুয়েক আগে। ১৪ জুলাই একইদিনে পড়েছিল ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল আর উইম্বলডন ফাইনাল। রজার ফেদেরার মুখোমুখি হন নোভাক জোকোভিচের।
এরপর রাত ১টায় শুরু ইউরো ফাইনালের লড়াই। খেলতে নামবে ইংল্যান্ড ও ইতালি। ঘরের মাঠে নিঃসন্দেহে এগিয়ে থেকে নামবে ইংলিশরা। ইতালি খেলতে নামছে ৩২ ম্যাচ অপরাজিত থেকে। জমবে এই লড়াইও। রোববার চোখ থাকুক টেলিভিশনের পর্দায়!
Discussion about this post