ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রথম দিন হতাশাতেই কেটেছে বাংলাদেশ দলের। দ্বিতীয় দিনের প্রথম দুই সেশন ছিল টাইগারদের। কিন্তু বিকেলে ম্যাচে ফিরেছে জিম্বাবুয়ে। হারারে টেস্টে বৃহস্পতিবার দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ে তাদের ১ম ইনিংসে তুলেছে ১ উইকেট হারিয়ে ১১৪ রান। এখনো বাংলাদেশের চেয়ে এখনো ৩৫৪ রানে পিছিয়ে তারা। তবে দ্রুত রান তুলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছে দলটি।
জিম্বাবুয়ের ওপেনার তাকুজোয়ানশে কাইতানো অপরাজিত ৩৩ রানে। তার সঙ্গী অধিনায়ক ব্রেন্ডন টেলর ৪৬ বলে ৩৭ রানে অপরাজিত। যে একটি উইকেট পতন হয়েছে তা নিয়েছেন সাকিব আল হাসান।
এর আগের সময়টুকু শুধুই বাংলাদেশের। মাহমুদউল্লাহ ও তাসকিনের রেকর্ড নবম উইকেট জুটিতে দেশের হয়ে গড়নে রেকর্ড। তাদের দাপটে প্রথম ইনিংসে ৪৬৮ রান তুলে বাংলাদেশ। ১৩২ রানে ৬ উইকেট হারান দলকে টেনে নেয় লোয়ার অর্ডার। বোলিংয়ে নেমে অবশ্য সে তৃপ্তি থাকেনি।
৮ উইকেটে ২৯৪ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। এদিন মাহমুদউল্লাহ ও তাসকিন আহমেদ জুটি করেন ১৯১ রান। যা কীনা নবম উইকেটে টেস্টে বাংলাদেশের সেরা। মাহমুদউল্লাহ করেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৫০ রান। আর ক্যারিয়ারের প্রথম ফিফটিকে ৭৫ করেন তাসকিন।
৮ নম্বরে নেমে করা সেঞ্চুরি তুলেন মাহমুদউল্লাহ। ১৬ মাস পর টেস্ট দলে সুযোগ পেয়ে কাজে লাগালেন তিনি। বুঝিয়ে দিলেন সাদা পোশাকে ক্রিকেটে দাপট ঠিকই আছে তার। টেস্ট ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি পান তিনি। তাসকিন দেখালেন চমক। ৭৫ রানের ইনিংসে নতুন উচ্চতায় পা রাখেন তিনি।
স্কোরবোর্ডে বিশাল পুঁজি পাওয়ার পর বোলিংয়েও মিলেছে সাফল্য। হারারে টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশের নামে লিখা রইল। অতিথিদের করা ৪৬৮ রানের জবাবে জিম্বাবুয়ের রান ১ উইকেটে ১১৪। স্বাগতিকরা পিছিয়ে ৩৫৪ রানে। ফলোঅন এড়াতে এখনও করতে হবে ১৫৪ রান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ২৯৪/৮) ১২৬ ওভারে ৪৬৮/১০ (মাহমুদউল্লাহ ১৫০*, তাসকিন ৭৫, ইবাদত ০; মুজারাবানি ২৯-৪-৯৪-৪, এনগারাভা ২৩-৫-৮৩-১, টিরিপানো ২৩-৫-৫৮-২, নিয়াউচি ১৭-১-৯২-২, মায়ার্স ৩-১-১৩-০, শুম্বা ২১-৪-৬৪-১, কাইয়া ১০-০-৪৩-০)।
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৪১ ওভারে ১১৪/১ (শুম্বা ৪১, কাইটানো ৩৩*, টেইলর ৩৭*; তাসকিন ১০-৬-১৬-০, ইবাদত ৯-২-২৮-০, সাকিব ১৩-২-৪৩-১, মিরাজ ৯-১-২৪-০)।
#হারারে টেস্ট ২য় দিন শেষে
Discussion about this post