ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সকাল থেকেই তারা ছিলেন ছন্দে। কিন্তু এভাবে এতোটা পথ এগিয়ে যাবেন কে ভেবেছিল? নবম উইকেটের কাছে আর কতোটাই বা প্রত্যাশা থাকে?
মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ প্রত্যাশাকে ছাড়িয়ে যাওয়া এক জুটি উপহার দিলেন। হারের টেস্টে গড়লেন রেকর্ড। আরেকটু হলে তো বিশ্বরেকর্ডই হয়ে যাচ্ছিল। কিন্তু একটুর জন্য হলো না। সেই অর্জনের কাছে গিয়ে ভাঙল জুটি। তাসকিন-মাহমুদউল্লাহ মিলে নবম উইকেটে টেস্ট ইতিহাসের সেরা জুটির কীর্তি গড়ার খুব কাছে গিয়েই থামলেন।
জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের স্পিনার মিল্টন শুম্বার বলে বোল্ড হন তাসকিন। তখন নবম উইকেট জুটি রান ১৯১। আর মাত্র ৪ রান হলেই বিশ্বরেকর্ড স্পর্শ করা হতো। সেই ১৯৯৮ সালে মার্ক বাউচার ও প্যাট সিমকক্স গড়েছেন বিশ্বরেকর্ড, তা অক্ষত থাকল। পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এই দুই ব্যাটসম্যান জোহানেসবার্গে গড়েন ১৯৫ রানের জুটি।
বাংলাদেশের নবম উইকেটের আগের রেকর্ডটিতেও আছে মাহমুদউল্লাহর নাম। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবুল হাসানকে নিয়ে তুলেন ১৮৪ রান। আবুল হাসান টেস্ট অভিষেকে দশ নম্বরে নেমে করেন সেঞ্চুরি।
বৃহস্পতিবার তাসকিন ১৩৫ বলে ১১ চারে ৭৫ রান তুলে ফিরতেই ভাঙে রিয়াদের সঙ্গে তার স্বপ্নের জুটি। বাংলাদেশের ইনিংস শেষ হয় ৪৬৮ রানে। মাহমুদউল্লাহ ১৫০ রানে থাকেন অপরাজিত।
Discussion about this post