এবার করোনার হানা ইংল্যান্ড ক্রিকেট দলে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে কোভিড টেস্ট করতে গিয়েই জানা গেল পজিটিভ ইংল্যান্ড ক্রিকেট দলের ৭ সদস্য। ৩ ক্রিকেটার ও ৪ স্টাফ আক্রান্ত। এ অবস্থায় গোটা দল চলে গেছে আইসোলেশনে।এরপর মঙ্গলবারই নতুন করে দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)।
ব্রিস্টলে সোমবার পিসিআর পরীক্ষায় দেখা গেছে ইংল্যান্ড দলের তিনজন খেলোয়াড় ও চারজন স্টাফ করোনা পজেটিভ। তারপরই দ্রুত দলের বাকি সদস্যদের আলাদা করে ফেলা হয়েছে। কার্ডিফে আগামী বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার কথা ছিল ইয়ন মরগানের। তার আগে ৭ জনের করোনা আক্রান্তের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কার্ডিফে নির্ধারিত দিনেই বাবর আজমদের বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড দল। তার আগে ইসিবির প্রধান কার্যনির্বাহী কর্তা টম হ্যারিসন। বলছিলেন, ‘কোভিডের ডেল্টা প্রজাতির আগমন ও আমাদের জৈব বলয়ের কঠোর নিয়মের পরিবর্তনের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে জেনে আগে থেকেই প্রস্তুত ছিলাম আমরা। এ অবস্থায় রাতারাতি নতুন এক দল নির্বাচনের জন্য ক্রিকেটারদের বাছাই করতে সক্ষম হয়েছি। পাশাপাশি বেন স্টোকসকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি।’
ইংল্যান্ড ও পাকিস্তান তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টিতে লড়বে। ৮ জুলাই সিরিজের প্রথম ওয়ানডে কার্ডিফে। পরের দুটি ওয়ানডে হবে ১০ ও ১৩ জুলাই। তিনটি টি-টুয়েন্টি ১৬, ১৮ ও ২০ জুলাই।
পাকিস্তান সিরিজের জন্য ইংল্যান্ড দল:
বেন স্টোকস (অধিনায়ক), জেক বল, ড্যানি ব্রিগস, ব্রাইডন কারস, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, লুইস গ্রেগরি, টম হেল্ম, উইল জ্যাকস, ড্যান লরেন্স, সাকিব মেহমুদ, ডেভিড মালান, ক্রেগ ওভারটন, ম্যাট পার্কিনসন, ডেভিড পাইন, ফিল সল্ট, জন সিম্পসন, জেমস ভিন্স।
Discussion about this post