সামনেই জিম্বাবুয়ে সফর। অবশ্য টেস্ট দলের সতীর্থরা চলে গেছেন গত মঙ্গলবার। ওয়ানডে আর টি-টুয়েন্টি দলে থাকা মোহাম্মদ সাইফউদ্দীন রয়েছেন দেশেই। আপাতত দেশে থেকে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি নিচ্ছেন এই অলরাউন্ডার। ঠিক তখনই তিনি পেলেন দুঃসংবাদ। জিম্বাবুয়ে সফরে খেলবেন যে ব্যাট দিয়ে, সেটা সারাতে দিয়েছিলেন সাইফ। ফেনী থেকে সেটা যাচ্ছিল রাজশাহীতে, কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এসএ পরিবহনের মাধ্যমে। কিন্তু তা সারানোর বদলে ভাঙা অবস্থায় ফেরত পেয়েছেন!
ব্যাট ভাঙা পেয়ে মনটাই খারাপ হয়ে গেছে বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাইফউদ্দিনের। তিনি অভিযোগ তুললেন- এসএ পরিবহনের অসতর্কতাতেই ঘটেছে এমন দুর্ঘটনা। ব্যাটটা তিনি পেয়েছিলেন সাকিব আল হাসানের কাছ থেকে। এ কারণে মনটা আরও বেশি খারাপ।
বৃহস্পতিবার (১ জুলাই) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফদ্দিন জানালেন কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এস এ পরিবহনের মাধ্যমে ঠিক করার জন্য দুটি পাঠিয়েছিলেন রাজশাহীতে। একটি ব্যাট ৪০ হাজার টাকায় কিনেছিলেন সাকিব আল হাসান থেকে, আরেকটি স্পন্সর প্রতিষ্ঠানের মাধ্যমে। দুটো ব্যাটের দাম পড়েছে ৭৫ হাজার টাকা।
ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে সাইফউদ্দিন লিখেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে ব্যাট পাঠিয়েছিলাম ফেনী এস এ পরিবহন থেকে রাজশাহীতে ব্যাট রিপেয়ারিং করার জন্য। কিন্তু রিপেয়ার এর পরিবর্তে ব্যাট এর অবস্থা (ভাঙা)। এর দায় নিতে নারাজ ফেনী এস এ পরিবহন । মনটা এজন্যই বেশি খারাপ কারণ ব্যাটটা আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছুদিন আগে।’
এ অবস্থায় কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দিচ্ছে কীনা সেটি নিশ্চিত নয়। তবে বড় ক্ষতি হয়ে গেলো সাইফের। সফরে যাওয়ার আগে প্রিয় দুই ব্যাট ভেঙে গেলো তার।
Discussion about this post