টেস্ট ক্রিকেটে কিছুতেই সুসংবাদ আসছে না বাংলাদেশ ক্রিকেট দলের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে দল পেয়েছিল মাত্র দুটি তিন ম্যাচের সিরিজ। এরমধ্যে করোনাভাইরাসের সবই ভেস্তে গেছে। এবার আর তিন ম্যাচ খেলার সুযোগ থাকছে না। দ্বিতীয় আসরে বাংলাদেশের সব সিরিজ মাত্র দুই টেস্টের।
সব ঠিক থাকলে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়টি সিরিজ খেলবে প্রতিটি দেশ। বাংলাদেশের ম্যাচ ১২টি। আসরের ৯ দলের মধ্যে বাংলাদেশের ম্যাচ সবচেয়ে কম। সবচেয়ে বেশি ২১ টেস্ট খেলার সুযোগ পাচ্ছে ইংল্যান্ড দল। ইংল্যান্ডের পর সবচেয়ে বেশি টেস্ট খেলবে ভারত। মোট ১৯টি। অস্ট্রেলিয়া ১৮ টেস্ট, দক্ষিণ আফ্রিকা ১৫টি, পাকিস্তান ১৪টি। প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড খেলবে ১৩ টেস্ট। সমান সংখ্যক ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার।
এরমধ্যে আগামী নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাঠে বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। তারপর ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই। ডিসেম্বর ও জানুয়ারিতে রয়েছে দলের সফর নিউজিল্যান্ডে। ২০২২ সালের মার্চ-এপ্রিলে সফর দক্ষিণ আফ্রিকায়। তারপরই জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজে যাবে টাইগাররা। নভেম্বরে দেশের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ।
টেস্ট চ্যাম্পিয়নশিপ এবার শুরু ইংল্যান্ড-ভারতের পাঁচ ম্যাচের এই সিরিজ দিয়ে। যেটি শুরু আগামী ৪ অগাস্ট। সব ঠিক থাকলে ২০২৩ সালের জুনে শেষ হবে দুই বছরের চক্র। এবারের পর্বে পয়েন্ট পদ্ধতিতে বদল এনেছে আইসিসি। সব সিরিজের জন্য সমান পয়েন্টের বদলে নতুন আসরে থাকছে সব ম্যাচের জন্য সমান পয়েন্ট। মানে প্রতিটি টেস্ট জয়ের জন্য রয়েছে ১২ পয়েন্ট। ম্যাচ ড্র হলে প্রতি দল পাবে ৪ পয়েন্ট করে, টাই হলে ৬ পয়েন্ট।
Discussion about this post