ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মিশন জিম্বাবুয়ে সামনে। মঙ্গলবার ভোরেই এই টেস্ট দলে থাকা ক্রিকেটাররা ছাড়বেন দেশ। টেস্ট দলের ১৭ সদস্য এবং কোচিং স্টাফ মিলিয়ে মোট ২৬ জনের একটি দল হারারের পথে ছাড়বেন ঢাকা। সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে যোগ দেবেন দলের সঙ্গে। তার আগে দল পেলো স্বস্তির খবর।
জিম্বাবুয়ে সফরের আগে টেস্ট দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফের হয়েছে করোনা পরীক্ষা। যেখানে সবাই নেগেটিভ হয়েছেন। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমে বলেন, ‘বাংলাদেশ দলের মোট ২৬ জন ক্রিকেটারদের আমরা নমুনা সংগ্রহ করেছিলাম ও তাদের সবাই নেগেটিভ। কোচিং স্টাফদেরও নমুনা নেওয়া হয়েছে, তারাও সকলে নেগেটিভ।’
জিম্বাবুয়ের প্রটোকল অনুযায়ী সফরের আগে ৩ দিনের মধ্যে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ হতে হবে। শর্ত অনুযায়ী বাংলাদেশের ক্রিকেটাররা পাশ করেছেন। ঢাকা থেকে কাতারে ট্রানজিট করে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ দল।
সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ কাতার থেকে যোগ দেবেন দলের সঙ্গে। ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি যাবেন হারারেতে। সঙ্গে থাকবেন হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক, ট্রেইনার ট্রেভর লি ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো।
Discussion about this post