ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার নতুন চ্যালেঞ্জ। আগামী সোমবার জিম্বাবুয়ে সফরে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে লড়াই শুরু ৭ জুলাই টেস্ট দিয়ে। তারপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৬ জুলাই। ১৬, ১৮ ও ২০ জুলাই ওয়ানডের তিন ম্যাচ। ২৩ জুলাই শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ২৫ ও ২৭ জুলাই। সব ম্যাচই হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
এই লড়াইয়ের আগে বুধবার ঘোষণা করা হয়েছে বাংলাদেশ দল। তিন ফরম্যাটের দলে ফিরেছেন সাকিব আল হাসান। আছেন নূরুল হাসান সোহান। দলের একমাত্র নতুন মুখ শামীম হোসেন পাটোয়ারী। যিনি আছেন টি-টুয়েন্টি দলে।
দল ঘোষণা শেষে মিরপুরে গণমাধ্যমে কথা বলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। চলুন দেখে নেই কী বললেন তিনি।
সাকিব আল হাসান ফিরলেন তিন ফরম্যাটে…
চুক্তির ব্যাপার তো আলাদা। সফরে তিন সংস্করণে আমরা সেরা খেলোয়াড়কে পাচ্ছি, এটা অবশ্যই আমাদের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। আমাদের দলও তাকে পেয়ে উজ্জীবিত থাকবে। আশা করি, ওর কাছ থেকে আমরা অনেক অনেক ভালো পারফরম্যান্স পাব এবং দলের পারফরম্যান্সও ভালো হবে।
না খেলেই বাদ সৌম্য সরকার…
এখানে আমরা ছোট একটা পরিবর্তন এনেছি। টিম ম্যানেজমেন্টের একটা চাওয়া ছিল, বাড়তি একজন বাঁহাতি স্পিনার দেওয়ার। সেটা চিন্তা করে বাঁহাতি স্পিনার হিসেবে তাইজুলকে নেওয়া হয়েছে। যার কারণে, সেখান থেকে সৌম্যকে আমরা সরিয়েছে। তার সঙ্গে ব্যাটসম্যান হিসেবে সোহানকে এনেছি। মিডল অর্ডারের ব্যাটসম্যান হিসেবে।
তিন সংস্করণেই যে কারণে নুরুল হাসান সোহান
ওর সাম্প্রতিক পারফরম্যান্স দেখেন। আমরা ওকে শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে নিয়ে গিয়েছিলাম। সেখানে টিম ম্যানেজমেন্টও যথেষ্ট খুশি ছিল ওর স্কিল সেশন, ওর অনুশীলন সেশনগুলোতে। আমরা নির্বাচক প্যানেলও ওর পারফরম্যান্সে সন্তুষ্ট। বর্তমান ফর্ম ও সব কিছু মিলিয়ে বিবেচনা করলাম ওকে অবশ্যই দলে নেওয়ার দরকার আছে।
ওখানে টিম ম্যানেজমেন্ট গিয়ে সিদ্ধান্ত নেবে। কন্ডিশন খুব গুরুত্বপূর্ণ। তবে আমরা আশাবাদী, আত্মবিশ্বাসী ওকে কোনো একটা জায়গায় খেলানো হবে।
শামীম পাটোয়ারী প্রথমবারের জাতীয় দলে। আছেন টি-টুয়েন্টিতে
শামীম অনূর্ধ্ব-১৯ দল শেষ করে আমাদের হাইপারফরম্যান্স ইউনিটে যোগ দিয়েছিল। তখন আয়ারল্যান্ড এ এসেছিল এখানে। সেখান থেকেই ওকে পর্যবেক্ষণ রাখা হয়েছে। আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে ও যথেষ্ট ভালো খেলেছে। সঙ্গে এখানে আমাদের সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের যে খেলাগুলো হয়েছে সেখানেও ও যথেষ্ট ভালো খেলেছে। ওর যে স্কিল আছে সংক্ষিপ্ত সংস্করণের জন্য আশা করি, এতে আমরা যথেষ্ট উপকৃত হব।
জিম্বাবুয়েতে সিরিজ জয়
জিম্বাবুয়ের কন্ডিশন আমাদের জন্য অবশ্যই কঠিন। কোনো দেশের বিপক্ষে তাদের মাটিতে খেলা কঠিন। অবশ্যই ওদের আবহাওয়া আমাদের চেয়ে আলাদা। সেই হিসেবে আমরা মনে করি, এটা আমাদের খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জিং। ২০১৩ সালের চেয়ে আমাদের এই দল অনেক অনেক বেশি পরিণত এবং অভিজ্ঞ। অনেক খেলার অভিজ্ঞতা আছে। সেই হিসেবে আমি মনে করি, আমাদের ছেলেরা তিন সংস্করণেও ওখানে ভালো খেলবে।
নাজমুল হোসেন শান্ত প্রসঙ্গে
শান্ত তিন সংস্করণেই আমাদের পুলে আছে। কিছু সময় ওর খারাপ গিয়েছিল এই জন্য ওকে বাইরে রেখেছি আমরা। ও আমাদের টেস্ট দলে আছে। আশা করছি ফর্মে ফিরলে ওকে খুব তাড়াতাড়ি সাদা বলের ক্রিকেটেও যুক্ত করা যাবে। আমাদের পুলে যে কয়জন খেলোয়াড় আছে তাদের সব সময় একটা নার্সিংয়ের মধ্যে রাখা হয়। যারা এখানে আছে তাদের খুব ভালোভাবেই তৈরি করা হচ্ছে।
Discussion about this post