তখন লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে তাদের হার সময়ের ব্যাপারমাত্র, তখনই সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ঘটল এক অভূতপূর্ব ঘটনা। পারটেক্স স্পোর্টিং ক্লাব চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের নিজেদের শেষ ম্যাচের শেষে এসে দারুণ এক চমক দেখালো। আরেকটু সরাসরি বলা যায় বিশ্বরেকর্ড গড়লেন দুই ব্যাটসম্যান ইসহারুল ইসলাম ও জয়নুল ইসলাম। এই জুটিতে হলো ইতিহাস।
বুধবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টির রেলিগেশন লিগের শেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে নবম উইকেটে রেকর্ড জুটি গড়েন ইসহারুল ও জয়নুল। উইকেটে যখন জুটি বাঁধেন দুজন, তখন ম্যাচটা হেরেই গেছে পরেটেক্স। ২০১ রান তাড়ায় ১৫ ওভার ৮ উইকেটে মাত্র ১০০ রান।
এরপরই বাকি ৫ ওভারে ঝড় তুলেন পারটেক্সের দুই ব্যাটসম্যান ইসহারুল ও জয়নুল। তারা করেন ৭৩ রান। দুজনের ব্যাট থেকে এই তখন ছক্কা দেখা যায় ৬টি, চার ৫টি। মুক্তার আলির এক ওভারে নেন ১৮ রান। নাঈম ইসলামের এক ওভারে ২০ রান।
ইসহারুল অপরাজিত থাকেন ২২ বলে ৩৮ রানে। নয়ে নেমে পেসার জয়নুল খেলেন ৪ ছক্কায় ১৪ বলে ৩৭। দারুণ ঝড়। ২০ ওভারের ক্রিকেটে নবম উইকেটে আগের বিশ্বরেকর্ডটি ছিল কোরি অ্যান্ডারসন ও জশ ডেভি জুটির। ২০১৭ সালে ইংল্যান্ডের টি-টুয়েন্টি ব্লাস্টে সারের বিপক্ষে সমারসেটের হয়ে ৬৯ রানের জুটি গড়েন দু’জন।
আর বাংলাদেশে ঢাকা প্রিমিয়ার লিগে নবম উইকেটে সেরা জুটি দেখা গেছে এবারই। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৫২ রান করেন খেলাঘর সমাজ কল্যাণ সমিতির রিশাদ হোসেন ও ইফরান হোসেন জুটি। এবার সবাইকে টপকে গেলেন ইসহারুল ইসলাম ও জয়নুল ইসলাম!
Discussion about this post