ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সফরসূচি চূড়ান্ত হয়েছে আগেই। আসছে সপ্তাহে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে ১ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২৯ জুন রাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ৭ জুলাই একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে মাঠের লড়াই। এই সফরে বাংলাদেশের টিম লিডারের দায়িত্ব দেওয়া হচ্ছে আহমেদ সাজ্জাদুল আলম ববিকে। যিনি বোর্ডের পরিচালকও।
অফিসিয়ালি এনিয়ে বিসিবি অবশ্য এখনো কিছু জানায়নি। তবে গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন অনেকেই। এবার ববির নেতৃত্বে সফরে যাবে টাইগাররা।
বুলাওয়েতে ৭ জুলাই একমাত্র টেস্টের পর হারেরেতে ১৬, ১৮ ও ২০ জুলাই হারেরেতে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, একই মাঠে ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে টি-টুয়েন্টি ম্যাচ।
এই সফরে বিদেশি কোচিং স্টাফরা জিম্বাবুয়েতেই যোগ দেবেন। হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক বর্তমানে ছুটিতে দক্ষিণ আফ্রিকায়। ছুটিতে আছেন পেস বোলিং কোচ ওটিস গিবসনও, তিনি ইংল্যান্ড থেকে জিম্বাবুয়েতে দলের সাথে যোগ দেবেন তারা। একইভাবে দলের সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যাবেন জিম্বাবুয়েতে।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি-
৭-১১ জুলাই, একমাত্র টেস্ট (কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে)
ওয়ানডে সিরিজ
প্রথম ওয়ানডে – ১৬ জুলাই
দ্বিতীয় ওয়ানডে – ১৮ জুলাই
তৃতীয় ওয়ানডে – ২০ জুলাই
টি-টুয়েন্টি সিরিজ
প্রথম টি-টুয়েন্টি – ২৩ জুলাই
দ্বিতীয় টি-টুয়েন্টি – ২৫ জুলাই
তৃতীয় টি-টুয়েন্টি – ২৭ জুলাই
# প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
Discussion about this post