ক্রিকবিডি২৪ কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবার আর খেলা হচ্ছে না তামিম ইকবালের। সুপার লিগ পর্ব থেকে ছিটকে গেলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এমন কী জিম্বাবুয়ে সফরের পুরোটাতে তিনি খেলতে পারেবন কীনা তা নিয়েও আছে শঙ্কা। ইনজুরিতে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তামিম।
প্রাইম ব্যাংকের হয়ে এবার তামিম খেলেছেন ২০ ওভারের এই ক্রিকেট লিগ। অবশ্য তামিম ইকবালের আগেই ডান পায়ের হাঁটুতে চোট ছিল। বৃহস্পতিবার ব্যাটিং করার সময় ফের ব্যথা অনুভব করেন। সামনে জিম্বাবুয়ে সফর, এজন্য তাকে নিয়ে আর ঝুঁকি নেওয়া হয়নি। বিসিবির চিকিৎসকদের তত্ত্বাবধায়নে পাঠানো হয়।
আসন্ন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে বিসিবি চাইছে তামিমকে বিশ্রাম দিতে। টানা খেলার কারণে অনেক ক্রিকেটার চোটগ্রস্ত হচ্ছেন। এ অবস্থায় তামিমকে বিশ্রাম দেওয়ার জন্য প্রাইম ব্যাংককে আগেই চিঠি দিয়েছিল বিসিবি। এর অর্থ প্রাথমিক পর্বের শেষ ম্যাচ দিয়েই এবারের ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি অভিযান শেষ তামিমেরর। চলতি লিগে তামিম ১১ ইনিংসে করেছেন ৩০৬ রান। ২৭.৮১ গড় ও ১১৩.৭৫ স্ট্রাইক-রেট।
তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ২৯ জুন জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। সফরের সূচি চূড়ান্ত হয়নি। ৭ জুলাই টেস্ট দিয়ে শুরু হওয়ার কথা সিরিজ।
Discussion about this post