ক্রিকবিডি২৪.কম রিপো্র্ট
দুর্ভাগ্য ছাড়া আর কীইবা বলা যায়? এবার ঠিক সমীকরণ মিলল না। সম্ভাবনা জাগাল প্রায় প্রতি ম্যাচে। শেষটা ঠিক ভাল হলো না। এই যেমন বৃহস্পতিবার মিরপুরে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচেও একই গল্প। লিজেন্ডস অব রূপগঞ্জ জয়ের কাছে গিয়েও পারল না। এই ম্যাচ জিতলে রেলিগেশন লিগ পর্ব এড়াতে পারত লিজেন্ডসরা। কিন্তু রোমাঞ্চকর ম্যাচে শেষ ওভারে আবাহনীর কাছে হেরে গেল রূপগঞ্জ।
রূপগঞ্জের পেসার মোহাম্মদ শহীদ শেষটাতে হতাশ করেন সমর্থকদের। শেষ ওভারে আবাহনীর জয়ের জন্য চাই ১০ রান। সেটি আটকাতে পারেননি তিনি। তাইতো হারল দল। আবাহনী লিমিটেড জিতল ৫ উইকেটে।
লিগ পর্বের ১১ রাউন্ড শেষে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে প্রাইম ব্যাংক স্পোর্টিং ক্লাব। এই ম্যাচ জিতে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রান রেট ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে আবাহনী। ১১ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে রূপগঞ্জ। টেবিলের তলানির দুই দল ওল্ড ডিওএইচএস ও পারটেক্সের সঙ্গে রেলিগেশন পর্ব খেলতে হবে গত আসরের রানার আপ রূপগঞ্জকে। ১০ থেকে ১২ নম্বরে থাকা তিন দলকে লড়তে হবে রেলিগেশনে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল থেকেই চিল বৃষ্টির দাপট। যে কারণে দুপুরে রূপগঞ্জ ও আবাহনীর ম্যাচে কিছুটা দেরিতে শুরু হয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জ সুযোগ পায় ১৮ ওভার খেলার। এর মধ্যে তারা দলীয় স্কোর বোর্ডে তোলে ৫ উইকেটে ১৬২ রান। জাকির আলী ৫২, সাব্বির ৩৫ ও আল আমিন করেন ২৬ রান।
কিন্তু বল হাতে শুরু থেকেই পথ হারিয়ে ফেলে রূপগঞ্জ। মাঝে আশা জাগিয়েছিলেন মোহাম্মদ শহীদ ও মুক্তার আলিরা। কিন্তু তাদের হতাশ করেন নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর ২ বল আর ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় আবাহনীর জয়। নাঈম শেখ ২টি করে ছয় ও চারে ১৯ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন।
রূপগঞ্জের হয়ে ৪০ রানে শহীদ নেন ২টি উইকেট। মুক্তার আলী, নাবিল সামাদ ও সানজামুল নেন ১টি করে উইকেট। কিন্তু জয়টা যে পাওয়া হলো। ব্যাটসম্যানরা সফল হলেও ব্যর্থ লিজেন্ডসদের বোলাররা।
সংক্ষিপ্ত স্কোর-
লিজেন্ডস অব রূপগঞ্জ ১৬২/৫ (১৮ ওভার; জাকের আলী অনিক ৫২, সাব্বির রহমান ৩৫, আল-আমিন হোসেন জুনিয়র ২৬, নাঈম ইসলাম ১৬*, মুক্তার আলী ১৪*, মেহেদি হাসান রানা ৩/৩৭, মোহাম্মদ সাইফুদ্দিন ২/৩৬)।
আবাহনী লিমিটেড ১৬৪/৫, ১৭.৪ ওভার; (১৮ ওভারে ১৬৪ টার্গেট; নাঈম শেখ ৩৯*, নাজমুল হোসেন শান্ত ২৯, মুনিম শাহরিয়ার ২২, আফিফ হোসেন ২১, মোহাম্মদ শহিদ ২/৪০)।
ফল: আবাহনী বৃষ্টি আইনে ৫ উইকেটে জয়ী।
Discussion about this post