এবারও শিরোপার অন্যতম দাবিদার ছিল তারা। হ্যাঁ ‘ছিল’ শব্দটাই ব্যবহার করতে হচ্ছে। কারণ এবারের ঢাকা প্রিমিয়ার লিগে অনেকটাই পথ হারিয়ে ফেলেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সুপার সিক্সে খেলার পথটা হয়ে গেছে কঠিন। নিজদের সাদামাটা পারফরম্যান্স সঙ্গে বাজে আম্পায়রিং দুইয়ে মিলে সময়টা ভাল যাচ্ছে না।
গত আসরের রানার আপ লিজেন্ডস অব রূপগঞ্জ এবারের লিগের শুরু থেকেই ব্যর্থতার বৃত্তে বন্দি। দলের ক্রিকেটার সাব্বির রহমান, সোহাগ গাজী ধরে রাখতে পারছেন না ছন্দ। আজ সোমবার তারা ১৪ রানে হেরেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের কাছে। ৯ ম্যাচে মাত্র ২ জয় রূপগঞ্জের।
ফ্লপ দলটির সেরা ক্রিকেটার সাব্বির রহমান। ৮ ম্যাচে ব্যাট করে ত্রিশ ঊর্ধ্ব ইনিংস পেলেন মাত্র একটি। হাফসেঞ্চুরি নেই। দোলেশ্বরের বিপক্ষে ১ রান করে আউট হন তিনি। সোহাগ গাজী, সানজামুল ইসলামও ছন্দে নেই।
সোমবার বিকেএসপিতে টস হেরে আগে ব্যাট করেত নামে প্রাইম দোলেশ্বর। তারা তুলে ১১৮ রান। জবাবে নেমে রূপগঞ্জ আটকে যায় ২০ ওভারে ১০৪ রানে। অথচ জয়ের পথেই ছিল দল। শেষদিকে ব্যাটসম্যানরা ঠিক নামের প্রতি সুবিচার করতে পারেন নি।
দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন আল -আমিন জুনিয়র। ওপেনার আজমির আহমেদ ২৩ ও শহিদ ২১ রানে অপরাজিত। এ অবস্থায় ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অধিনায়ক ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর। ৫ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে ১১ নম্বরে রূপগঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ১১৮/১০ (১৯.৫ ওভার; সাইফ হাসান ১৩, ফজলে মাহমুদ রাব্বি ২৯, মার্শাল আইয়ুব ১৩, শামীম হোসেন পাটোয়ারী ১৭, মোহাম্মদ শহিদ ৩/২৮, নাবিল সামাদ ২/১৭)।
লিজেন্ডস অব রূপগঞ্জ ১০৪/৮ (আজমির আহমেদ ২৩, আল-আমিন হোসেন জুনিয়র ৩০, জাকের আলী অনিক ১৩, মোহাম্মদ শহিদ ২১*, কামরুল ইসলাম রাব্বি ৩/১৫, শফিকুল ইসলাম ২/৬, শরিফুল্লাহ ১/৬)।
ফল: প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ১৪ রানে জয়ী।
Discussion about this post