ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী-মোহামেডান ম্যাচে অনাকাঙ্খিত ঘটনা ঘটানোয় সাকিব আল হাসানকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে এই শাস্তি মওকুফের জন্য সাকিব আবেদন না করলেও তার দল মোহামেডান আবেদন করেছে বলে জানিয়েছেন মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান।
শুক্রবার আবাহনীর বিপক্ষে ম্যাচে প্রথমে স্টাম্পে লাথি ও পরে স্টাম্প তুলে আছাড় মারেন সাকিব। শুধু তাই নয় ড্রেসিং রুমে ফেরার পথে আবাহনী কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের দিকের তেডে যান। যে কারণে তাকে রোববার তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করে সিসিডিএম। যে শাস্তি অবশ্য মেনে নিয়েছেন সাকিব নিজেও। তবে তার শাস্তি কমানোর জন্য মোহামেডান আবেদন জানিয়েছে। যেখানে অর্থদন্ড বহাল রেখে তাদের অধিনায়কের তিন ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে ক্লাবটি। যদিও সিসিডিএম জানিয়েছে, এখনো কোনো চিঠি পায়নি তারা।
বিসিবি সভাপতি ও সিসিডিএম চেয়ারম্যান বরাবর পাঠানো পত্রটিতে বলা হয়েছে, ‘মোহামেডান স্পোর্টিং ক্লাব ও সাকিব আল হাসান এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছে। বিসিবি এর খেলোয়াড় শূঙ্খলা কমিটির সিদ্ধান্তক্রমে সাকিব আল হাসানের ওপর আনিত অর্থদন্ড বহাল রেখে ৩ ম্যাচ খেলা থেকে বিরতি থাকার বিষয়টি প্রত্যাহার করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।’
Discussion about this post