মঙ্গলবার অনুষ্ঠিত হয় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) পঞ্চম রাউন্ড। বৃষ্টির বাধায় অবশ্য ৬টি ম্যাচ হতে পারেনি নির্বিঘ্নে। তবে পরিত্যক্ত হয়নি কোন ম্যাচ।
যেখানে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ, ওল্ড ডিওএইচএস, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, আবাহনী লিমিটেড ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
দেখে নিন সংক্ষিপ্ত স্কোর-
লিজেন্ডস অব রূপগঞ্জ-শাইনপুকুর
লিজেন্ডস অব রূপগঞ্জ: ১২ ওভারে ৮১/৬ (আজমির ৫, মারুফ ১, সাব্বির ১৬, জাকের ০, সানজামুল ২৪, সোহাগ ১৩, নাঈম ১৮*, মুক্তার ০*; মোহর ২-০-১৮-০, সুমন ৩-০-২০-৩, তানভির ৩-০-১৩-১, রবিউল ২-০-৯-২, মুরাদ ১-০-৭-০, ইফতেখার ১-০-১২-০)
শাইনপুকুর: ১২ ওভারে ৬৭/৬ (সাব্বির ৪, তানজিদ ০, রবি ১, হৃদয় ০, মাহিদুল ৩০, সুমন ১২, রবিউল ১৫*, মোহর ১*; নাবিল ২-১-১-৩, সানজামুল ২-০-১০-১, শহীদ ৩-০-২২-০, মুক্তার ৩-০-১৪-২, অনিক ২-০-১৯-০)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ১৪ রানে জয়ী
ম্যাচ: নাবিল সামাদ
…………………
ওল্ড ডিওএইচএস-খেলাঘর
ওল্ড ডিওএইচএস: ১৩ ওভারে ১২০/৪ (আনিসুল ৪৪, রাকিন ৫, রায়ান ৩৭, মাহমুদুল ২৯*, প্রিতম ২, মোহাইমিনুল ০*; টিপু ২-০-১৩-০, মাসুম ৩-০-২৬-০, খালেদ ৩-০-২৪-৩, মিরাজ ৩-০-৩৫-১, রিশাদ ১-০-১০-০, নোমান ১-০-১৭-০)।
খেলাঘর: ১৩ ওভারে ১০৪/৫ ( ইমতিয়াজ ৩৩, রাফসান ৫, মিরাজ ২, জহুরুল ৩৭*, মাসুম ১৬, রিশাদ ১; রকিবুল ৩-০-১৬-২, হামিদুল ৩-০-১৬-১, মোহাম্মদ শান্ত ২-০-১৯-০, আলিস ২-০-২৬-০, পায়েল ৩-০-২২-১)।
ফল: ওল্ড ডিওএইচএস ১৬ রানে জয়ী।
ম্যাচসেরা: আনিসুল ইসলাম ইমন।
……………………………
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ২০ ওভারে ১৩৩/৯ (সৈকত ২৮, আশরাফুল ১৬, নাসির ১১, সানি ৬, সোহান ০, তানবীর ১৪, সোহরাওয়ার্দী ৩৪, জিয়া ১, মোহাম্মদ এনামুল ১১, ইবাদত ১*, সালাউদ্দিন ০*; নাহিদুল ৩-০-২২-১, রুবেল ৪-০-২৮-২, শরিফুল ৪-০-১৯-১, অলক ২-০-১০-১, মুস্তাফিজুর ৪-০-৩১-২, নাঈম ৩-০-২০-১)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ১৯.৩ ওভারে ১৩৪/৩ (রনি ৪৮, তামিম ২৩, এনামুল হক ৩৫, মিঠুন ২১*, সানি জুনিয়র ২*; নাসির ৩-০-২৯-০, মোহাম্মদ এনামুল ২-০-১৬-০, ইবাদত ৩.৩-০-২৫-০, জিয়া ১-০-৪-০, তানবীর ৩-০-১৪-১, সালাউদ্দিন ২-০-১২-২, সানি ৩-০-২৭-০, সোহারাওয়ার্দী ২-০-৬-০)
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৭ উইকেটে জয়ী
ম্যাচ: রনি তালুকদার
…………………………………….
ব্রাদার্স-পারটেক্স
ব্রাদার্স: ২০ ওভারে ১৪৭/৮ (মিজানুর ৪, জুনায়েদ ৭, জাহিদুজ্জামান ৮, মাইশুকুর ১৭, হাবিবুর ৬, রাহাতুল ৫৪, আলাউদ্দিন ১, নাঈম জুনিয়র ৩৪, সুজন ৫*, সজিব ২*; জয়নুল ৪-০-৩২-২, তাসামুল ৪-০-১৮-২, শাহাদাত ৪-০-২৬-২, রাজিবুল ৩-০-২২-০, জুবায়ের ৩-০-২৫-০, মেহরাব ২-০-২০-১)
পারটেক্স: ১৯.৫ ওভারে ১১৪ (মুসা ০, সায়েম ১১, তাসামুল ৭, জনি ১, ধিমান ৪৪, মিলন ১০, রাজিবুল ১৪, মেহরাব ৮, জয়নুল ৬, শাহাদাত ৪, জুবায়ের ৮*; সজিব ৪-০-১৩-২, হাবিবুর ২-০-৭-১, রাহাতুল ৪-০-৩৪-৪, আলাউদ্দিন ৩-০-১৭-১, নাঈম জুনিয়র ৩-০-১৫-০, মানিক ১-০-১১-০, সুজন ২.৫-০-১৭-২)।
ফল: ব্রাদার্স ইউনিয়ন ৩৩ রানে জয়ী।
ম্যাচসেরা: রাহাতুল ফেরদৌস।
……………………………………………
গাজী গ্রুপ-আবাহনী
গাজী গ্রুপ: ২০ ওভারে ১৫০/৮ (মেহেদি ৪৩, সৌম্য ৬৭, মুমিনুল ১২, ইয়াসির ৯, মাহমুদউল্লাহ ৫, জাকির ১, আরিফুল ৫, আকবর ১*, মুকিদুল ০; সাইফ ৪-০-২৪-১, তানজিম ৪-০-৩৩-১, শহিদুল ৪-০-৪১-২, আরাফাত সানি ২-০-১৩-০, আমিনুল ৪-০-১৯-২, আফিফ ১-০-৫-০, মোসাদ্দেক ১-০-১৪-০)।
আবাহনী: ১৮ ওভারে ১৫৩/৩ (নাঈম ১০, মুনিম ২৮, শান্ত ৫, মুশফিক ৫৩*, মোসাদ্দেক ৫০* ; নাসুম ৪-০-৩২-১, মেহেদি ৩-০-১২-১, মাহমুদউল্লাহ ৩-০-২৫-১, সঞ্জিত ৪-০-২১-১, মুকিদুল ২-০-২৯-০, আরিফুল ২-০-২২-০)।
ফল: আবাহনী লিমিটেড ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : মুশফিকুর রহিম।
………………………………………
প্রাইম দোলেশ্বর-মোহামেডান
প্রাইম দোলেশ্বর: ৬ ওভারে ৭৮/৪ (ইমরান ৪১, শামীম ২৯*, ফরহাদ রেজা ০, সাইফ ২, ফজলে মাহমুদ ০, শরিফউল্লাহ ০*; তাসকিন ১-০-১৮-০, সাকিব ২-০-২৭-১, রুয়েল ২-০-২৪-১, আবু জায়েদ ১-০-৪-২)।
মোহামেডান: ৬ ওভারে ৫৬/৪ (পারভেজ ০, শুভাগত ০, সাকিব ২২, নাদিফ ১৬, ইরফান ১১*, মাহমুদুল ১*; শফিকুল ২-০-২২-৩, রেজাউর ২-০-১৯-১, কামরুল ২-০-১৪-০)।
ফল: প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ২২ রানে জয়ী।
ম্যাচসেরা: ইমরান উজজামান।
Discussion about this post