বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার তিনি। পরিশ্রম দিয়েই আলাদা একটা অবস্থান করে নিয়েছেন মুশফিকুর রহিম। সাফল্যও নিয়মিত ধরা দেয় তার হাতে। এইতো গেল মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাদে দাপট দেখালেন মুশফিক। তার পথ ধরে দুর্দান্ত এক স্বীকৃতি অর্জনের পথে তিনি। ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এ ব্যাটসম্যান।
মে মাসের সেরা হওয়ার দৌড়ে তার সঙ্গে আছেন পাকিস্তানের পেসার হাসান আলি ও শ্রীলঙ্কার স্পিনার প্রাভিন জয়াবিক্রমা।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮৪ রান করেন মুশফিক। দ্বিতীয়টিতে তার ব্যাট থেকে আসে ১২৫ রান। শেষ ম্যাচে ২৮ রান। সব মিলিয়ে ২৩৭ রান করে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন মুশি। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ। যেখানে জয়ের নায়ক এই উইকেট কিপার-ব্যাটসম্যান।
তার পথ ধরে মুশফিকের সামনে আরও বড় অর্জনের হাতছানি। তবে লড়াই হবে হাসান ও প্রাভিনের সঙ্গে। হাসান আলি সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের সাফল্যে। দুই টেস্ট খেলে ১৪ উইকেট নেন এই পেসার।
প্রাভিন জয়াবিক্রমা টেস্ট অভিষেকেই নজর কাড়েন। এই বাঁহাতি এই স্পিনার বাংলাদেশের বিপক্ষে পাল্লেকেলেতে দুই ইনিংসেই পাঁচ উইকেট নেন। ম্যাচ মোট নেন ১১ উইকেট নেন।
এদিকে মেয়েদের মে মাসের সেরার লড়াইয়ে রয়েছেন আয়ারল্যান্ডের দুই জন, বাঁহাতি স্পিনার লিয়া পল ও লেগ স্পিনিং অলরাউন্ডার গ্যাবি লুইস।
২০২১ সাল থেকেই মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করেছে আইসিসি। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বিচিত হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। এই প্যানেলের সদস্যরা ভোট দেন ই-মেইলে। আর আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে।
জানুয়ারিতে রিশাভ পান্ত, ফেব্রুয়ারিতে রবিচন্দ্রন অশ্বিন ও মার্চে ভুবনেশ্বর কুমার। এপ্রিলে সেরা পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এবার কি এই তালিকায় যুক্ত হবে মুশফিকের নাম?
Discussion about this post