কিছুতেই পথ খুঁজে পাচ্ছে না লিজেন্ডস অব রূপগঞ্জ। জয়ের দেখাও নেই। সোমবার সাভারের বিকেএসপিতে হার দেখল সাবেক চ্যাম্পিয়নরা। অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের অলরাউন্ডিং পারফরম্যান্সে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ৭ উইকেটে জিতেছে রিয়াদের দল।
বিকেএসপিতে টস ভাগ্য ছিল রূপগঞ্জের পক্ষে। তারা আগে ব্যাটিং করতে পাঠায় গাজী গ্রুপকে। এরপর লিজেন্ডসদের ১৩৩ রানের লক্ষ্য দেয় তারা। জবাবে নেমে ১৩ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে গাজী গ্রুপ।
ম্যাচে ওপেনার সৌম্য সরকার কনে হাফসেঞ্চুরি। ৪৩ বলে ৫৩ রান এই বাঁহাতি ওপেনার। তিনে নামা মুমিনুল ২৯ বলে ৩৪। এরপর মাহমুদউল্লাহ ১২ বলে ১৫ ও ইয়াসির আলী ১০ বলে ১৩ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ছাড়েন মাঠ।
এর আগে বল হাতেও সফল ছিলেন মাহমুদউল্লাহ। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। ৩ ওভারে ২৩ রান দিয়ে পেসার মেহেদি হাসান ও ৪ ওভারে ৩৮ রান দিয়ে মুকিদুল ইসলাম মুগ্ধ নেন দুটি করে উইকেট। তবে ম্যাচের সেরা সৌম্য সরকার।
বড় কথা রানে ফিরেছেন সৌম্য। সোমবার ৩৯ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। ৪৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৩ রানের ইনিংসটি খেলে ফেরেন। প্রথম তিন ম্যাচে রান ছিল ৯, ১৩ ও ১৪। এবার নিজেকে ছাড়িয়ে গেলেন তিনি।
৪ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্স দ্বিতীয় জয় পেলো। সমান ম্যাচে রুপগঞ্জের এটি তৃতীয় হার।
সংক্ষিপ্ত স্কোর-
লিজেন্ডস অব রূপগঞ্জ: ২০ ওভারে ১৩২/৮ (আজমির ০, মেহেদি মারুফ ২৪, নাঈম ১৩, জাকের ৯, আল-আমিন ১৬, সাব্বির ১৮, সোহাগ ২১, মুক্তার ১১, অনিক ১৩*, শহীদ ০*; মেহেদী ৩-০-২৩-২, নাসুম ৪-০-৯-১, মুকিদুল ৪-০-৩৮-২, মাহমুদউল্লাহ ৪-০-১৯-২, আরিফুল ১-০-১৪-০)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ১৭.৫ ওভারে ১৩৩/৩ (মেহেদি ১৩, সৌম্য ৫৩, মুমিনুল ৩৪, মাহমুদউল্লাহ ১৫*, ইয়াসির ১৩*; সোহাগ ৪-০-২০-০, শহীদ ৩-০-২২-১, অনিক ৪-০-৩৪-১, আল-আমিন ২-০-২১-০, মুক্তার ২.৫-০-২৩-০, সামাদ ২-০-১২-১)
ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সৌম্য সরকার
Discussion about this post