গত ৩১ মে থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। ২০১৯-২০ মৌসুমের লিগ এক বছর পিছিয়ে গেলেও সমস্যা যেন কাটছেই না। বৃষ্টিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) খেলা থমকে গেছে। অবশ্য ফের সোমবার থেকে সাভারের এই ভেন্যুতে খেলা হওয়ার কথা।
তার আগে তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। এখানে নেট রান রেটে এগিয়ে মুশফিকুর রহিমের আবাহনী। সেরা ছয় দল নিয়ে হবে সুপার লিগ পর্ব।
আবাহনী ও মোহামেডানের পাশাপাশি সেই দৌড়ে এগিয়ে আছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব। টুর্নামেন্টে এখনো জয়ের মুখ দেখেনি পারটেক্স স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ।
তিন রাউন্ড শেষে পয়েন্ট তালিকা
আবাহনী লিমিটেড – ৬ (নেট রান রেট, ১.০২১)
মোহামেডান স্পোর্টিং ক্লাব – ৬ (নেট রান রেট, ০.৮৫০)
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব – ৫ (নেট রান রেট, ১.৪০০)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব – ৪ (নেট রান রেট, -০.৬৩০)
ব্রাদার্স ইউনিয়ন – ৩ (নেট রান রেট, ০.০৮৯৮)
ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব – ৩ (নেট রান রেট, ০.০২৭)
শাইনপুকুর ক্রিকেট ক্লাব – ২ (নেট রান রেট, ০.০১৩)
শেখ জামাল ধানমন্ডি ক্লাব – ২ (নেট রান রেট, -০.০২৮)
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি – ২ (নেট রান রেট, -০.৫৯২)
গাজী গ্রুপ ক্রিকেটার্স – ২ (নেট রান রেট, -০.৮৮১)
লিজেন্ডস অব রূপগঞ্জ – ১ (নেট রান রেট, -০.৯৭৫)
পারটেক্স স্পোর্টিং ক্লাব – ০ (নেট রান রেট, -১.২৬৭)
Discussion about this post