সকালের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। দুই দিন বন্ধ রেখে ৩ জুন, বৃহস্পতিবার থেকে ফের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) ফের শুরুর পরিকল্পনা ছিল। কিন্তু বিকেলে পাল্টে গেল ঘোষণা। এ অবস্থায় বুধবার খেলা বন্ধ নয়, ফের মাঠে গড়াবে ডিপিএল। একটানা চলবে ৫ জুন পর্যন্ত, চারদিন।
সাভারের বিকেএসপিতে নয়, ৫ জুন অব্দি সব ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও তৃতীয় পর্বের সব খেলা হবে শুধুই মিরপুরের হোম অব ক্রিকেটে।
এমনিতে বৃষ্টির কারণে বিকেএসপির মাঠ দুটিতে খেলা অসম্ভব হয়ে গেছে। আগামী দুই-তিনদিন খেলা আয়োজন কিছুতেই সম্ভব নয়। এ কারণেই ম্যাচ আয়োজন বন্ধ রাখা হয়েছে বিকেএসপিতে। বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে প্রতিদিন যে দুটি করে ৪টি ম্যাচ হতো, তা এখন হবে না। এ অবস্থায় মিরপুরে প্রতিদিন তিনটি করে খেলা অনুষ্ঠিত হবে।
২ জুন তিনটি আর ৩ জুন তিনটিসহ মোট ৬ ম্যাচ অর্থাৎ দ্বিতীয় রাউন্ড শেষ করা হবে। প্রতিদিন সন্ধ্যা ৬টার শেষ ম্যাচটি হবে পুরো ফ্লাডলাইটের আলোয়। প্রথম ম্যাচ সকাল ৯টায়, দ্বিতীয় ম্যাচ শুরু বেলা দেড়টায় । ৫ জুন পর্যন্ত প্রতিদিন ৩টি করে ম্যাচ হবে। কোনো বিশ্রাম ডে নেই। দুই দিনে একটি করে রাউন্ড শেষ হবে।
Discussion about this post