করোনা আর বৃষ্টি দুটো শঙ্কা মাথায় নিয়েই শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)। কিন্তু করোনা আপাতত সমস্যা না করলেও বৃষ্টি ঠিকই তৈরি করছে সমস্যা। সোমবার প্রথম দিন বৃষ্টি জিতেছিল দুটি ম্যাচে। মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের খেলাই তো হলো না। এদিন সকাল থেকেই মুষলধারে বৃষ্টি চলছে রাজধানী ঢাকায়। টানা বৃষ্টির প্রভাব পড়ল ক্রিকেটেও। এ কারণে ঢাকা প্রিমিয়ার লিগ দুই দিনের জন্য স্থগিত ঘোষণা করা করেছে বিসিবি।
ভারী বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠের ৬টি ম্যাচই পিছিয়ে দেয়া হয়েছে। এখানেই শেষ নয়, দুইদিনের জন্য স্থগিত করে দেয়া হয়েছে পুরো প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগের আয়োজক সিসিডিএম এনিয়ে অফিসিয়ালি বিস্তারিত জানিয়েছে গণমাধ্যমে।
সিসিডিএম জানিয়েছে, প্রথমদিনের মতো মঙ্গলবারের ম্যাচগুলো বাতিল হবে না। দুইদিনের জন্য স্থগিত করা হয়েছে লিগ। আগামী ৩ জুন ফের দ্বিতীয় রাউন্ডের সূচি অনুযায়ী শুরু হবে খেলা। বডিলি শিফট হবে টুর্নামেন্টের বাকি সূচি।
মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে সকাল ৯টা থেকে মিরপুরে হওয়ার কথা ছিল খেলাঘর সমাজকল্যাণ সমিতি ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের মধ্যকার লড়াই। এরপর দুপুর ১টায় ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও শেখ ধানমন্ডি লিমিটেডের ম্যাচ। এখন ভারী বর্ষণের কারণে লিগ স্থগিত হওয়ায়, আগামী ৩ জুন হবে এই ম্যাচ।
বিকেএসপির ৩ নম্বরে মাঠে মঙ্গলবার দুই ম্যাচ ছিল যথাক্রমে ব্রাদার্স ইউনিয়ন-লিজেন্ডস অব রূপগঞ্জ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব-পারটেক্স স্পোর্টিং ক্লাবের। চার নম্বরে মাঠে নামার কথা ছিল আবাহনী লিমিটেড-ওল্ড ডিওএইচএস এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-শাইনপুকুর ক্রিকেট ক্লাবের। আগামী ৩ জুন হবে ম্যাচগুলো
দ্বিতীয় রাউন্ডের কোনো ম্যাচই বাতিল নয়। এ অবস্থায় তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম রাউন্ডের ম্যাচগুলোও একদিন করে পিছিয়ে যাবে।
সোমবার প্রথম রাউন্ডের ৬ ম্যাচে মাঠে নামে ১২ দল। ২০২০ সালের ডিপিএল এবার হচ্ছে টি-টুয়েন্টি ফরম্যাটে।
Discussion about this post