বৃষ্টি মাথায় নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টুয়েন্টি ক্রিকেট লিগ (ডিপিএল)। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম ও সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুটি মাঠে প্রথম দিন ছিল ৬টি ম্যাচ। যার দুটি অবশ্য পরিত্যক্ত হলো বৃষ্টিতে।
লিজেন্ডস অব রূপগঞ্জ ও ওল্ড ডিওএইচএস ম্যাচটি বৃষ্টির কারণে শেষ করা যায়নি। একইভাবে ফল আসেনি ব্রাদার্স ইউনিয়ন-প্রাইম দোলেশ্বর ম্যাচেও। তবে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
চলুন দেখে নেই প্রথম দিনের ৬ ম্যাচের স্কোর-
………………………………………………….
ওল্ড ডিওএইচএস-লিজেন্ডস অব রূপগঞ্জ
সংক্ষিপ্ত স্কোর-
ওল্ড ডিওএইচএস: ২০ ওভারে ১৭১/৪ (আনিসুল ২৫, রাকিন ৪৬, মাহমুদুল ৭৮*, রায়ন ১১, প্রিতম ৮, রকিবুল ২*; শহীদ ৪-০-৩৪-১, নাবিল ৩-০-২৭-১, অনিক ৪-০-৫০-০, মুক্তার ৪-০-২৭-০, সোহাগ ৩-০-২৩-০, সাব্বির ২-০-১০-১)।
ফল: ম্যাচ পরিত্যক্ত।
……………………………
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব-খেলাঘর সমাজ কল্যাণ সমিতি
সংক্ষিপ্ত স্কোর-
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ২০ ওভারে ১৬৬/৬ (সৈকত ৩৮, আশরাফুল ৩৮, নাসির ০, সোহান ২২, তানবীর ১৭, জিয়া ১৫, সোহরাওয়ার্দী ১২*, এনামুল ২০*; ইফরান ৪-০-৫৩-০, টিপু ৩-০-১৬-০, মিরাজ ২-০-১৮-০, রিশাদ ৪-০-২৫-১, খালেদ ৪-০-২০-২, মাসুম ৩-০-৩৪-১)।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ২০ ওভারে ১৪৪/৮ (ইমতিয়াজ ২৬, সাদিকুর ১৭, জহুরুল ১, ফরহাদ ২০, মিরাজ ১৪, সালমান ; হালিম ২-০-২০-২, নাসির ২-০-১৭-০, সোহরাওয়ার্দী ৪-০-৩৩-০, এনামুল ৪-০-২২-১, ইলিয়াস সানি ৪-০-১৮-৩, সাকিল ৪-০-৩৩-২)।
ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ২২ রানে জয়ী
ম্যাচসেরা: ইলিয়াস সানি
………………………………….
গাজী গ্রুপ-প্রাইম ব্যাংক ক্রিকেট
সংক্ষিপ্ত স্কোর-
গাজী গ্রুপ: ১২ ওভারে ৯১/৫ (মেহেদি ১৬, সৌম্য ১৪, জাকির ২৬*, মাহমুদউল্লাহ ৫, আরিফুল ৬, আকবর ৬, মুমিনুল ১৩* ; নাহিদুল ২-০-১৯-০, শরিফুল ৩-০-২৭-১, মুস্তাফিজ ৩-০-২১-২, নাঈম ২-০-১২-২, নাজমুল অপু ২-০-১০-০)।
প্রাইম ব্যাংক: ৯.২ ওভারে ৯২/৩ (তামিম ৪৬, এনামুল ৫, রনি ২৫, মিঠুন ৮*, রকিবুল ৫*; নাসুম ২.২-০-২৩-০, মেহেদি ৩-১-১৮-২, নাহিদ ১-০-১৪-০, সঞ্জিত ১-০-১২-০, মুকিদুল ১-০-১৬-০, মাহমুদউল্লাহ ১-০-৮-১)।
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: তামিম ইকবাল।
………………………………
শাইন পুকুর ক্রিকেট ক্লাব-মোহামেডান স্পোর্টিং ক্লাব
সংক্ষিপ্ত স্কোর-
শাইন পুকুর ক্রিকেট ক্লাব: ২০ ওভারে ১২৫/৬ (তানজিদ ৩০, সাব্বির ১০, রবিউল ২৫, হৃদয় ১, মাহিদুল ২০, মৃতুঞ্জয় ০, সাজিদুল ১২*, সুমন ২৩*; সাকিব ৪-০-২৯-২, শুভাগত ১-০-৫-০, আবু জায়েদ ৪-০-১৬-১, আবু হায়দার ৪-০-২৭-১, আসিফ ৩-০-২৩-১, ইয়াসিন ৪-০-২৪-২)।
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ১৯.৫ ওভারে ১২৯/৭ (অভিষেক ১, পারভেজ ৩৯, শামসুর ২৪, সাকিব ২৯, নাদিফ ১৯, ইরফান ১, শুভাগত ১, আবু হায়দার রনি ৮*, ইয়াসিন ৩*; রবিউল ৩-০-১২-১, সুমন ৪-০-২৭-২, মোহর ৩-০-২৬-১, তানভীর ৪-০-২০-১, মৃত্যুঞ্জয় ২.৫-০-২৪-০, ইখতেখার ৩-০-১৮-১)।
ফল: মোহামেডান ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সাকিব আল হাসান
…………………………….
পারটেক্স-আবাহনী
সংক্ষিপ্ত স্কোর-
পারটেক্স: ২০ ওভারে ১২০/৫ (সায়েম ১, আলভি ১৭, তাসামুল ৬৫*, শফিউল ০, ধীমান ৪, মইন ২২, নাজমুল মিলন ৭*; সাইফ উদ্দিন ৪-০-২১-০, মেহেদি রানা ৩-০-৩১-২, আরাফাত সানি ৪-০-২২-০, তাইজুল ৪-০-১২-২, শহিদুল ৪-০-২২-০, মোসাদ্দেক ১-০-৮-০)।
আবাহনী: (লক্ষ্য ১০ ওভারে ৭০) ৯.২ ওভারে ৭২/৩ (নাঈম শেখ ১৯, শান্ত ২, মুশফিক ৩৮*, আফিফ ২, মোসাদ্দেক ৬*; জয়নুল ১.২-০-১২-০, ইমরান ২-০-১১-১, শাহবাজ ২-০-১১-১, নিহাদ ২-০-১৮-১, মইন ১-০-৯-০, মিলন ১-০-১০-০)।
ফল: ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে আবাহনী লিমিটেড জিতল ৭ উইকেটে।
ম্যাচসেরা: মুশফিকুর রহিম।
………………………
ব্রাদার্স ইউনিয়ন-প্রাইম দোলেশ্বর
সংক্ষিপ্ত স্কোর-
ব্রাদার্স ইউনিয়ন: ১৮.৪ ওভারে ১২৭/৭ (মিজানুর ৩১, জুনায়েদ ৪৮, জসিম ২, মাইশুকুর ১, জাহিদ ১, রাহাতুল ৫, আলাউদ্দিন ২০, শাহজাদা ৫*, সুজন ৫*; শামী, ১-০-১২-০, রাজা ৪-০-২৪-১, শরিফউল্লাহ ৪-০-২৪-২, রাব্বি ৩.৪-০-২৪-২, ফরহাদ ৩-০-১৯-০, এনামুল জুনিয়র ৩-০-২১-১)।
ফল: পরিত্যক্ত।
Discussion about this post