৩১ মে ফের শুরু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। তার আগে জৈব সুরক্ষা বলয়ে পা রাখতে গিয়ে করোনা পরীক্ষা দিচ্ছেন ক্রিকেটার-কর্মকর্তারা। দ্বিতীয় দফায় এবার ৩৩১ ক্রিকেটার-স্টাফদের করোনা পরীক্ষায় পজেটিভ এসেছে ৫ জনের। তার মধ্যেরেয়েছেন দুই তারকা ক্রিকেটার ইমরুল কায়েস ও তুষার ইমরান। আর বাকি তিনজন সাপোর্ট স্টাফ।
আক্রান্ত ৫ জনের আবার নমুনা নেওয়া হয়েছে। দ্বিতীয় টেস্টের ফল পজিটিভ হলে ইমরুল-তুষারের খেলা নিয়ে থাকবে শঙ্কা। এর আগেও ৭ ক্রিকেটারসহ ৯ জনের করোনা পজিটিভ আসে। দ্বিতীয় টেস্টে তাদের সবাই নেগেটিভ হন।
গত বছরের ১৫ মার্চ করোনাভাইরাসের শঙ্কা নিয়েই শুরু হয় ডিপিএল ২০১৯-২০ মৌসুমের খেলা। কিন্তু করোনার কারণে এক রাউন্ড শেষ হতেই স্থগিত হয় টুর্নামেন্ট। এরপর মাঠের বাইরেই ছিলেন ঘরোয়া লিগের ক্রিকেটাররা। এবার অনেকটা শঙ্কা নিয়েই শুরু এই টুর্নামেন্ট।
৩১ মে থেকে লড়াই শুরু টি-টুয়েন্টি ফরম্যাটে। ২৯ মে জৈব সুরক্ষা বলয়ে পা রাখবে দলগুলো। সুরক্ষা বলয়ের জন্য চারটি হোটেল ঠিক করেছে বিসিবি। তারকা সেই হোটেল গুলো হলো- ইন্টারকন্টিনেন্টাল, আমার-ই, ওয়েস্টিন ও ফোর পয়েন্টস বাই শেরাটন।
পাঁচ রাউন্ডের লিগের খেলা শেষ হবে ৬ জুন। তিন ভেন্যুতে প্রতিদিন ছয়টি করে ম্যাচ। একটি শুরু সকাল ৯টায়, আরেকটি দুপুর দেড়টায়। খেলাগুলো হবে মিরপুরের শেরেবাংলায় ও বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে।
Discussion about this post