টি-টুয়েন্টি বিশ্বকাপের ক্ষণ গণনা শুরু হয়ে গেল। দ্রুত চলে আসছে সেই মাহেন্দ্রক্ষণ! বাংলাদেশে বসবে ২০ ওভারের সেই জমাট বিশ্বসেরার লড়াই! এইতো গত শুক্রবার শুরু হল ১০০ দিনের কাউন্ট ডাউন। হল ট্রফি উন্মোচন। টি-টুয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল পার্টনার হুন্দাই। সেই অনুষ্ঠানে জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে শুধু উপস্থিত ছিলেন আবদুর রাজ্জাক, ইলিয়াস সানি ও রুবেল হোসেন। এর আগে শুক্রবার ছিল কনসার্ট আর আতশবাজি। সেখানে হাজির ছিলেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরা। বিশ্বকাপের অন্য দুই ভেন্যু শহর বন্দরনগরী চট্টগ্রাম ও সিলেটেও শুরু হয়েছে কাউন্ট ডাউন।
আগামী বছরের ১৬ মার্চ বাংলাদেশে শুরু হচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ।
Discussion about this post