ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পরিবারকে সময় দেবেন- এ কারণে একটি সফরে তিনি ছিলেন না! সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে গিয়ে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছিলেন তিনি। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন বলে সরে দাঁড়ান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও। সেই সাকিব আল হাসান এবার ফিরেছেন। ঘরের মাঠে এবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে তাকে দেখা যাবে মাঠে।
ভারতে ৫ দিন এরপর বাংলাদেশে এসে ১৪ দিন হোটেলবন্দি থাকার পর এবার মুক্তি মিলিছে সাকিবের। এ কারণেই হয়তো সেরাটা দিতে প্রস্তুত। শুক্রবার অন্য সতীর্থরা যেখানে ছুটির মেজাজে তখন সাকিব ঠিকই মাঠে। ২৩ মে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের আগে স্বাগতিক বাংলাদেশ দলের অনুশীলন ছিল না।
জৈব সুরক্ষা বলয়ে থাকা দলের অন্যরা এদিন হোটেলেই কাটিয়েছেন সময়। কিন্তু জুমার নামাজের পরই শেরেবাংলা স্টেডিয়ামের মূল মাঠে এসে হাজির সাকিব। সঙ্গে হেড কোচ রাসেল ডমিঙ্গো আর সতীর্থ মুশফিকুর রহিম। ছুটি বাতিল করে অনুশীলনে বিশ্বসেরা অলরাউন্ডার।
এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এবছরই ফের জাতীয় দলে খেলতে থাকেন তিনি। ওয়েস্ট ইন্ডিকের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমে ইনজুরিতে পড়ার আগে ওয়ানডে সিরিজে দারুণ লড়েন। তারপরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইতহাসে নিজের সর্বোচ্চ ৩ কোটি ২০ লাখ রুপিতে যোগ দেন কলকাতা নাইট রাইডার্সে।
যদিও সেখানে তেমন ভাল হয়নি। টানা তিন ম্যাচ খেলে ব্যাট হাতে ৩৮ রান ও বল হাতে ৩ উইকেট। এরপর আইপিএল স্থগিত হলে ফিরে আসেন দেশে। বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে দারুণ শুরু করেও ২০ বলে ২৮ রানে আউট তিনি।
শুক্রবার মিরপুরে এসে শুরুতে ইনডোরে যান সাকিব, সেখানে নেট বোলারদের খেলে নিজেকে প্রস্তুত করেন তিনি। সাকিবকে বল করেন অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী বোলার তানজিদ হাসান সাকিব ও হাই পারফরম্যান্স ইউনিটের বোলার মুকিদুল ইসলাম মুগ্ধ।এরপর ইনডোর থেকে মূল মাঠে যান সাকিব। তাইজুলকে সঙ্গে নিয়ে করে যান ফিল্ডিং-ক্যাচিং অনুশীলন। প্রায় দেড় ঘণ্টার অনুশীলন শেষে দুপুর ৩ টার টায় হোটেলের ফিরে যান এই তারকা ক্রিকেটার।
সাকিব দলে ফেরায় খুশি তার সতীর্থরাও। কারণ সাকিব দলে থাকা মানেই সাফল্যের গ্যারান্টি।
Discussion about this post