করোনাভাইরাস কেড়ে নিয়েছে অনেক কিছুই। বছর খানেকের বেশি সময় ধরে দিশেহারা বিশ্ব। ঠিক এ অবস্থায় নিউ নর্মাল লাইফে যখন সব স্বাভাবিক করার চেষ্টা তখন সুখবর থাকছে বাংলাদেশের আম্পায়ারদের। কারণ কোভিড সতর্কতায় দেশের আম্পায়ারদের মুখে হাসি।
আইসিসির বিশ্বকাপ সুপার লিগের ৩ ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। যেখানে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের আম্পায়ারের দায়িত্বে থাকবেন বাংলাদেশি আম্পায়াররা।
করোনাভাইরাসের কারণে ক্রিকেটীয় নিয়মে বেশকিছু পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেটে কাউন্সিল (আইসিসি)। যেখানে বলা আছে, ঘরের মাঠে সিরিজগুলোতে দেশীয় আম্পায়ারের পরিচালনায় খেলতে পারবে। আইসিসির এমন নিয়মের কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে ফিল্ড আম্পায়ার আর টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব থাকছেন বাংলাদেশের ৪ আম্পায়ার। ম্যাচ রেফারির ভূমিকায় বাংলাদেশের নিয়ামুর রশিদ রাহুল।
২৩ মে সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন শরফদ্দৌলা ইবনে সৈকত আর মাসুদুর রহমান মুকুল। এই ম্যাচে টিভি আম্পারের দায়িত্বে গাজী সোহেল। চতুর্থ বা রিজার্ভ আম্পায়ার তানভীর আহমেদ। মিরপুরে ২৫ মে দ্বিতীয় ওয়ানডেতে মাঠের আম্পায়ার শরফদ্দৌলা ইবনে সৈকত ও গাজী সোহেল। এ ম্যাচের টিভি আম্পায়ার মুকুল। চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী ২৮ মে, একই মাঠে। শেষ ম্যাচে মাঠের আম্পায়ার তানভীর ও সৈকত, চতুর্থ আম্পায়ার মুকুল। টেলিভিশন রিপ্লে দেখবেন গাজী সোহেল। ৩ ম্যাচেই ডিআরএস প্রযুক্তির দায়িত্বে হ্যানরি ইলিসন। মিরপুরের হেগাম অব ক্রিকেটে সিরিজের তিন ম্যাচই শুরু দুপুর ১টায়।
Discussion about this post