ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে দেশে ফিছেন দুই সপ্তাহ হয়ে গেল। এরপর থেকেই ছিলেন হোটেলবন্দি। চলেছে হোম কোয়ারেন্টাইন। সেই ধাপ শেষ করে একদিন আগেই যোগ দিয়েছেন অনুশীলনে। আর বুধবার তো মুখোমুখি হলেন গণমাধ্যমের।কোয়ারেন্টিনে থেকে মুক্তি পেয়ে প্রস্তুতির ঘাটতি থাকছে। কালন ২৩ মে শুরু শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে সিরিজ। এ অবস্থায় সেখানে নিজের বোলিং নিয়তির হাতে ছেড়ে দিলেন মুস্তাফিজুর রহমান।
বুধবার শেরেবাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেট ও ইনডোরের বাইরের নেট মিলিয়ে বেশ পরিশ্রম করলেন দ্য ফিজ। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই বাঁহাতি পেসার অকপটে জানালেন প্রস্তুতির ঘাটতির কথা।
দুই দিন সময় মিলবে অনুশীলনের। এ অবস্থায় আল্লাহর ওপরে ছেড়ে দিলেন সবকিছু। চলুন দেখে নেই কী বললেন মুস্তাফিজ।
কোন দল ছোট নয়…
কোনো দলকে আমি ছোট করে দেখি না। দেশকে তো জেতাই লাগবে, না!
প্রস্তুতি কেমন? হোটেলে বন্দি ছিলেন লম্বা সময়..
আইপিএলে আর আমাদের দেশে রুম কোয়ারেন্টিন মিলিয়ে গত ২৫ দিনের মধ্যে আমি কেবল একদিন প্র্যাকটিস (করেছি) ও একটি ম্যাচ খেলেছি। এখন জানি না…আমি আর সাকিব ভাই, আমরা দুজনই ওরকমই প্রায় ছিলাম। এই তিন দিনে…কালকে তো আমরা প্র্যাকটিস করতে পারিনি (বৃষ্টির কারণে), আজকে করলাম, আরও দুই দিন সময় পাব। আল্লাহর ওপরে ছেড়ে দিলাম…দেখি চেষ্টা করে, কী হয়…।
ভারত ৫, বাংলাদেশে ১৪
একটানা ১৪ দিন আর ওদিকে ৫ দিন (ভারতে), ১৯ দিন যদি কিছু না করি…শুধু রুমের ভেতর টুকটাক যে কাজগুলো করা যায়, ওগুলো করে যদি প্রথম দিনেই অনেক কিছু ভাবি, তাহলে তো হওয়ার কথা নয়। আমি চেষ্টা করছি যেন আস্তে আস্তে…আজকে যেমন প্রথম সুযোগ পেলাম, যেমন হাতে ব্যথা হতে পারে, এগুলো নরম্যালি দেখছি…।
নিজেরা এগিয়ে..
না, হোমে আমরা বেশি ম্যাচ জিতছি তো অবশ্যই আমরা হোমে এগিয়ে থাকব। আগেই উত্তর দিলাম (বোলিং নিয়ে)…বাদবাকি আল্লাহর ওপর ছেড়ে দিলাম…২৫ দিন না করে আমি কীভাবে বলব!
Discussion about this post