পরিবারের সঙ্গে ঈদ আনন্দে সময়টা ভাল কাটলেও দুঃসংবাদ পিছু নিয়েছে রুবেল হোসেনের। পুরোনো কোমড়ের চোট ফিরে এসেছে। এ কারণেই শঙ্কা- শ্রীলঙ্কা সিরিজে খেলতে পারবেন তো এই তারকা পেসার? অবশ্য তাকে নিয়ে এখনই সিদ্ধান্ত নিচ্ছে না টিম ম্যানেজম্যান্ট। ডানহাতি এ পেসারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন তারা।
নিউজিল্যান্ড সফরেশেষ করার পর থেকেই বিশ্রামে আছেন রুবেল। কোমড়ের পুরোনো চোট তাকে স্বস্তি দিচ্ছে না। আপাতত তাকে বিসিবির চিকিৎসা বিভাগ পুনর্বাসনে রেখেছে। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমে বলেন, ‘দেখুন, রুবেল এখন পুনর্বাসনে রয়েছে। তার এই পুনর্বাসন চলতে থাকবে। আমরা শেষ মুহূর্তে ওর ব্যাপারে সিদ্ধান্ত জানাব। দল যেদিন চূড়ান্ত হবে সেদিন আমরা তার অবস্থান নির্বাচকদের জানাবো।’
এই পেসারের সমস্যাটা পুরনো। দেবাশীষ বলেন, ‘কোমড়ে কিছু সমস্যা আছে, আগেও ছিল। আমরা এখন ওর যে শারীরিক পরীক্ষা করছি তাতে কোনো সমস্যা দেখছি না। কিন্তু রুবেল ভেতর থেকে এখনও আত্মবিশ্বাস পাচ্ছে না। ভাবছে, বেশিক্ষণ চাপাচাপি, বোলিং করলে ব্যাথা আরও বেড়ে যেতে পারে। ওকে অল্প অল্প করে কাজ দিচ্ছি।’
পেসারদের এমন ইনজুরি বড় কোনো সমস্যা নয় বলেও জানালেন দেবাশীষ। বলেন, ‘আসলে পেসারদের এরকম ইনজুরি প্রায়ই হয়ে থাকে। রুবেল হোসেন ১০-১৫ বছর খেলে ফেলেছে। তার এরকমটা হবে। পেস বোলাররা এমনিতেও বেশিদিন খেলতে পারে না।’
রুবেল শ্রীলঙ্কা সিরিজে না থাকলেও শঙ্কার কিছু নেই। প্রাথমিক দলে তাকে বাদেও রয়েছেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে আগামী ২৩ মে। দ্বিতীয় ম্যাচটি ২৫ মে। শেষ ম্যাচটি হবে ২৮ মে। দিবারাত্রির তিনটি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
Discussion about this post