এটা আগেই জানা গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলবেন না সাকিব আল হাসান। জাতীয় দলের এই তারকা ক্রিকেটার খেলতে চান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)। যে লড়াই শুরু হবে আগামী ৩১ মে। গত বছরের দল নিয়েই এবার দলগুলো লড়াইয়ে নামবে। কিন্তু তার আগে সাকিবকে পাওয়ার জন্য শুরু হয়েছে দলগুলোর লড়াই। গতবার নিষিদ্ধ থাকায় মাঠে নামতে পারেন নি এই অলরাউন্ডার।
এরমধ্যে জানা গেছে মোহামেডানের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন সাকিব। এনিয়ে মোহামেডানও বোর্ডকে চিঠি পাঠিয়েছে। দুই ক্লাব-সাকিব পক্ষ সম্মত। যদিও বোর্ড এনিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি।
সমস্যা হয়েছে সাকিবকে দলভুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছে আরেক পুরনো ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। সাকিব মোহামেডানের হয়ে খেলতে চাইছেন এটা জানার পরও গোপীবাগের দলটি এমন প্রস্তাব দিয়েছে। গেল বছর দল গঠনের সময় সাকিব বিবেচনায় ছিলেন না। এ অবস্থায় তাকে দলে নেওয়ার আগ্রহ দেখানোর সুযোগ আছে সবগুলো দলের। এটিই কাজে লাগাতে চায় ব্রাদার্স।
ব্রাদার্সের এক শীর্ষস্থানীয় কর্তা গণমাধ্যমে বলেন, ‘দেখুন, সাকিব মোহামেডানে যদি চুক্তি করেও থাকেন, তিনি কোথায় খেলবেন সেই সিদ্ধান্ত নেবে সিসিডিএম। সাকিবের মত খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগ সব দলের সমান হওয়া উচিৎ। সেই সুযোগ কাজে লাগাতে চাই আমরা।’
সিসিডিএমের কাছে সাকিবকে পেতে আবেদন করবে ব্রাদার্স। এ অবস্থায় আগ্রহী দলগুলোর মধ্যে লটারি হোক এমন প্রস্তাব উঠেছে। কারণ সাকিবের মতো বড় ক্রিকেটারকে সবাই পেতে চায়!
Discussion about this post