ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সময়টা এমন হয়ে যাবে ভাবতেও পারেননি মুস্তাফিুজর রহমান। ঈদে দেশে আছেন অথচ বাড়িতে ফেরার সুযোগ নেই। কেলা নেই তারপরও থাকতে হচ্ছে হোটেলবন্দি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ) খেলে ভারত থেকে ফিরেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন দ্য ফিজ। আছেন রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে।
এর আগে করোনার কারণেই নিউজিল্যান্ড সফর থেকে ফিরেও বাড়ি যাননি। বিমানবন্দর থেকে চলে যান আইপিএল খেলতে পাশের দেশে। প্রায় আড়াই মাস বাবা-মাকে দেখেন না তিনি।। হোটেল রুমে কোয়ারেন্টিনের দিনগুলোতে ধর্মচর্চা করেও সময় কাটছে।
মুস্তাফিজ এনিয়ে বলেন , ‘দেখুন, খারাপ তো লাগবেই। তবে নামাজ পড়ি, টিভি দেখি আর হালকা ব্যায়াম করি। এছাড়া আর কী করবো? এভাবে থাকা অনেক কঠিন।’ ঈদের দিনটাও এমন কাটল। তারপরও সমর্থকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করেছেন মুস্তাফিজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি শেয়ার করে জানালেন ঈদ শুভেচ্ছা।
মুখে হাসি রাখলেও হতাশা তো থাকছেই মুস্তাফিজের। ঈদ বার্তায় তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। সুরক্ষিত থাকুন, মাস্ক পরুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন।’
অথচ এই ঈদ করার কথা ছিল সাতক্ষীরায় নিজের গ্রামের বাড়িতে। এবার সেই সুযোগ নেই। এই ধাক্কা সামলে মাঠে ফিরতে চান ফিজ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রয়েছেন। ঘরের মাঠে যে সিরিজ শুরু ২৩ মে।
Discussion about this post