ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি শুধু একজন ভাল ক্রিকেটারই নন, একজন ভাল মানুষও। মুশফিকুর রহিম সব সময়ই মানবতার ডাকে সাড়া দেন। এবারও দিলেন। সমাজের অসহায় আর সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ালেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। নিজের নামে গড়া ‘মুশফিকুর রহিম ফাউন্ডেশন’ এবার ঈদকে সামনে রেখে অসহায়দের পাশে রয়েছে।
এই সংগঠনের ব্যানারে নিজ জেলা বগুড়ার কিছু মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন মুশফিক। সঙ্গে অবহেলিত মানুষগুলোর পাশে দাঁড়ানোতে সবার কাছে আবেদন জানিয়েছেন এই তারকা ক্রিকেটার।
রোজার ঈদের আগে এবার করোনাভাইরসে বিপর্যস্ত অনেকেই। কাজ হারিয়েছে অসহায় নিম্ম আয়ের মানুষ। তেমন অসহায়দের বগুড়া জিলা স্কুলে রেড ক্রিসেন্টের মাধ্যমে খাদ্যসামগ্রীর প্যাকেট উপহার দেন মুশফিক। ঈদকে সামনে রেখে চাল, ডাল, পেয়াজ, লবণ, চিনিসহ অনেক নিত্যপ্রয়োজনীয় পণ্য আছে সেই প্যাকেটে।
নিজের ফেসবুক পেজে সেই খবরটি জানিয়ে একটি ছবি পোস্ট করে মুশফিক লিখেছেন, ‘আসসালামুআলাইকুম সবাইকে। আমার নিজ শহরের কিছু মানুষের জন্য এই উপহারসামগ্রী পৌঁছে দিয়েছি। ছবিগুলোতে তাদের খুশি দেখে আমি আনন্দিত। সবার কাছে আবেদন সামান্য কিছু নিয়েও যেন অবহেলিত মানুষগুলোর জন্য আমরা পাশে দাঁড়াই। আপনার ছোট সাহায্যই অনেকের কাছে বড় ব্যাপার। ছবিগুলোর জন্য আরাফাত রহমানকে এবং সহায়তা দেয়ার জন্য বগুড়া জিলা স্কুল রেড ক্রিসেন্টকে ধন্যবাদ।’
এভাবে বারবারই পাশে থাকেন মুশফিক। যিনি এখন আছেন ঈদের ছুটিতে। ছুটি শেষেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুত হবেন।
Discussion about this post