করোনাভাইরাসে রীতিমতো দিশেহারা উপমহাদেশ। আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এরমধ্যে সামনেই নতুন সিরিজ। ১৬ মে, ঈদের পরই বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। সেই সিরিজের আগে এখন ছুটির মেজাজে বাংলাদেশ ক্রিকেট দল। তবে বাড়িতে ফিরেও আগের মতো ঘুরে বেড়ানোর সুযোগ নেই।
শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন অবশ্য করা লাগেনি। সরকারের সঙ্গে আলোচনার পর কোয়ারেন্টাইনের মেয়াদ কমিয়েছে ক্রিকেট বোর্ড। এ অবস্থায় ঈদে ছুটি পেলেও খেলোয়াড়দের অবাধ বিচরণে কিছু বাধ্যবাধকতা দিলো বিসিবি। বোর্ডের মেডিক্যাল বিভাগ থেকে সবাইকে নিজ নিজ বাসায় থাকার কথা বলা হয়েছে।
অতিমারির দ্বিতীয় ঢেউয়ের বিষয়টি মাথায় রেখেই ঈদের ছুটিতে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের নিরাপদ রাখার জন্য বেশ কিছু বিশেষ নির্দেশনা দিয়েছে বিসিবি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী গণমাধ্যমে বলেন, ‘ঈদকে সামনে রেখে মঙ্গলবার সবার ছুটি শুরু। যারা শ্রীলঙ্কা থেকে এসেছেন তাদের তো মন্ত্রণালয় অনুমতি দিয়েছে টেস্টের রেজাল্ট নেগেটিভ আসলে বাইরে যেতে পারবে। কিন্তু আমরা বলবো জনসমাগম এড়িয়ে চলার জন্য।’
নির্দেশনায় বলা হয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে মেলামেশাতে বাধা নেই ক্রিকেটারদের। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে দেখা করা যাবে না। একইসঙ্গে বাড়িতে থাকতে ও কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। চলাচল সিমিত রাখা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সব ঠিক থাকলে ছুটি শেষে শ্রীলঙ্কা সিরিজের জন্য ১৮ মে থেকে আবারও অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা। এরমধ্যে আইপিএল খেলে ভারত থেকে দেশা ফেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান আছেন হোটেল কোয়ারেন্টাইনে। তাদের এই বন্দিদশা শিথিল করার চেষ্টা করে যাচ্ছে বিসিবি। তাদেরও ১৮ মে থেকে অনুশীলনে রাখার কথা ভাবছে বিসিবি।
আগামী ২৩ মে শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও শেষ ওয়ানডে ২৫ ও ২৮ মে। দিবা-রাত্রির প্রতিটি ম্যাচ হবে রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
Discussion about this post