সবার যখন ঈদের ঘরে ফেরার তাড়া, তখন হোটেল বন্দি মুস্তাফিজুর রহমান। কারণটাও সংগত। করোনার এই কঠিন সময়ে তারা যে ফিরেছেন ভারত থেকে। আইপিএল খেলে দেশে ফিরেই হোটেল কোয়ারেন্টাইনে আছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। কিন্তু ফিরেছেন করোনার হটস্পট দিল্লি থেকে।
তারপর গত ৬ মে থেকেই রাজধানীর প্যানপ্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে রুমবন্দি হয়ে আছেন। স্বস্তি এটাই এই সময়ে তার সঙ্গে আছেন স্ত্রী। তিনিও ভারতে আইপিএল চলাকালীন ছিলেন মুস্তাফিজের সঙ্গে। তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইন চলছে।
অবশ্য আইপিএল স্থগিত না হলে ভারতেই ঈদ করা হতো মুস্তাফিজের। এবার দেশে ফিরেও পরিবারের অন্য সস্যদের কাছে পাচ্ছেন না। মুস্তাফিজের মন খারাপ। স্বাস্থ্য মন্ত্রণালয় ভারত ফেরতদের কোভিড নীতিমালা শিথিল না করায় ঈদেও হোটেল কক্ষে বসেই দিন কাটাতে হবে মুস্তাফিজকে। ঈদের দিনটি তাইতো হতাশাতেই কাটবে দ্য ফিজের।
এর আগে করোনার কারণেই নিউজিল্যান্ড সফর থেকে ফিরেও বাড়ি যাননি। বিমানবন্দর থেকে চলে যান ভারতে। প্রায় আড়াই মাস বাবা-মাকে দেখেন না তিনি।। হোটেল রুমে কোয়ারেন্টিনের দিনগুলোতে ধর্মচর্চা করেও সময় কাটছে।
জাতীয় দলের তারকা মুস্তাফিজ জানাচ্ছিলেন, ‘দেখুন, খারাপ তো লাগবেই। তবে নামাজ পড়ি, টিভি দেখি আর হালকা ব্যায়াম করি। এছাড়া আর কী করবো? এভাবে থাকা অনেক কঠিন।’ কঠিন এই সময় কাটিয়ে মাঠে ফিরতে চান ফিজ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন। ঘরের মাঠে যে সিরিজ শুরু ২৩ মে।
Discussion about this post