মাত্র ১ উইকেটের অপেক্ষা ছিল। সেটি তুলে নিতে দেরি হয়নি। হারারে টেস্টের চতুর্থ দিনে সোমবার ২০ মিনিট সময় নিয়েছে পাকিস্তান। সকালে স্বাগতিকদের শেষ উইকেটে ভাঙন ধরিয়ে বিশাল জয়ে টেস্ট সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছেন বাবর আজমরা।
হারারে স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১৪৭ রানে হারিয়েছে পাকিস্তান। গড়ল ইতিহাস। জিম্বাবুয়ের বিপক্ষে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় জয়।
এই ম্যাচটা সত্যিকার অর্থে পাকিস্তানের ‘আলি’দের। পাকিস্তানের হয়ে এই টেস্টের দারুণ পারফরম করেছেন আবিদ আলি, আজহার আলি, হাসান আলি ও নোমান আলি। আবিদ করেন ডাবল সেঞ্চুরি, আজহার তুলেন সেঞ্চুরি, নোমান অল্পের জন্য হাতছাড়া করেন শতক। নোমান নেন ৫ উইকেট। ৫ উইকেট পেয়েছেন হাসান আলীও।
ম্যাচে ৫১০ রানে প্রথম ইনিংস ঘোষণার পর জিম্বাবুয়েকে ১৩২ রানে অলআউট করে পাকিস্তান। ফলো অন করিয়ে দলটিকে দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে আটকে ২ টেস্টের সিরিজটি ২-০ তে জিতে নেয় বাবর আজমের দল।
প্রথম ইনিংসে ২৭ রান দিয়ে ৫ উইকেট নেন হাসান আলি। দ্বিতীয় ইনিংসে শাহিন শাহ আফ্রিদি ও নুমান আলি নেন ৫ উইকেট করে।
প্রথমবারের মতো কোনো টেস্টে দলটির তিন বোলার পেলেন ৫ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংস: ৫১০/৮ ইনিংস ঘোষণা।
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১৩২
জিম্বাবুয়ে ২য় ইনিংস: ৬৮ ওভারে ২৩১ (আগের দিন ২২০/৯) (জঙ্গুয়ে ৩৭, মুজারাবানি ৪*; আফ্রিদি ২০-৫-৫২-৫, তাবিশ ১১-৩-৪৬-০, হাসান ১০-৭-৯-০, সাজিদ ৬-১-৩২-০, নুমান ২১-৩-৮৬-৫)।
ফল: পাকিস্তান ইনিংস ও ১৪৭ রানে জয়ী।
সিরিজ: দুই ম্যাচের সিরিজ ২-০ তে জিতেছে পাকিস্তান।
ম্যাচসেরা: আবিদ আলি।
সিরিজসেরা: হাসান আলি।
Discussion about this post