ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি যে ধর্মপ্রাণ সেটা অনেক ক্রিকেট ভক্তরই জানা। বৈশাখের গরমে অনুশীলনে নেমেও ঠিকই রোজা রাখছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ঘাম ঝরানো অনুশীলন করছেন কোন পানাহার না করেই। সামনেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। সেখানে বল হাতে ঝড় তুলতে প্রস্তুত কেছেন নিজেকে। এই পেসারকে শুক্রবার দেখা গেল মিরপুরে অনুশীলনে।
সাইফউদ্দিন রোজা রেখেও অনুশীলনে ঘাম ঝরালেন ঘণ্টার পর ঘণ্টা। নিজেকে প্রস্তুত করতে গিয়ে কোন ছাড় দিতে নারাজ। শ্রীলঙ্কা সিরিজের ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডে আছেন সাইফউদ্দিন। শুক্রবার অনুশীলন শেষে পাঠনো ভিডিও বার্তায় এই পেসার বলেন, ‘রোজা রেখে অনেক কঠোর পরিশ্রম করছি, যেহেতু আমাদের সামনে খেলা আছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী, যেহেতু আমরা কিছুদিন আগেই টেস্ট সিরিজে ওদের মাটিতে হেরে এসেছি, এটা আমাদের জন্য বাড়তি একটা চ্যালেঞ্জ।’
দল এর আগের ওয়ানডে সিরিজে ভাল করতে পারেনি। সেটা বেশ মনে আছে সাইফউদ্দিনের। এবার বল হাতে কিছু একটা করতে চান। সাইফ বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজে প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারিনি আমরা। হোয়াইটওয়াশ হয়েছি। এটা আমাদের জন্য সত্যিই হতাশাজনক। ঘরের মাঠে যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে খেলা, অবশ্যই চেষ্টা করব এখান থেকে সিরিজ জয়ের জন্য।’
শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের এই ওয়ানডে সিরিজ আইসিসির ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। সুপার লিগে ৬ ম্যাচে ৩ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে দল। এ অবস্থায় সাইফউদ্দিন বলছিলেন, ‘আইসিসি সুপার লিগে পয়েন্টের একটা ব্যাপার আছে, চেষ্টা করব পয়েন্টগুলো অর্জনের জন্য। আমাদের জন্য খুব প্রয়োজন এই সিরিজটি ভালো খেলা এবং আইসিসি সুপার লিগের পয়েন্টের ব্যাপার যেহেতু আছে, যেহেতু দেশের মাটিতে খেলা, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অবশ্যই আমরা শতভাগ আমাদের সবাই চেষ্টা করব দল হিসেবে খেলে যেন সিরিজ জিততে পারি এবং যত পয়েন্ট অর্জন করতে পারি, পরবর্তীতে যেন আমাদের সুবিধা হয় বিশ্বকাপ খেলতে।’
ঈদের আগে ৭ থেকে ৯ মে পর্যন্ত অনুশীলন করবেন ওয়ানডে দলের ক্রিকেটাররা। তারপর ১০ থেকে ১৭ মে পর্যন্ত ঈদের ছুটি। সব ঠিক থাকলে শ্রীলঙ্কা ঢাকায় আসবে ১৬ মে। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে ১৯ মে থেকে শুরু অনুশীলন। ২৩, ২৫ ও ২৮ মে তিন ওয়ানডে। প্রতিটি ম্যাচের ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।
Discussion about this post