ক্রিকবিডি২৪.কম ডেস্ক
করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে গিয়ে বেশ বিপাকেই আছে ভারত। এরইমধ্যে থমকে গেছে সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিতের পর বাড়িতে ফিরে গেছেন বিরাট কোহলি। এখন স্ত্রী বলিউড অভিনেত্রীকে নিয়ে অবশ্য ছুটির মেজাজে নেই বিরাট কোহলি। নেমে পড়েছেন করোনা যুদ্ধে। এই অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে আছেন ভারতীয় এই তারকা ক্রিকেটার।
করোনায় দিশেহারা ভারতীয় চিকিৎসা ব্যবস্থায় সহায়তা করতে ফান্ড গঠন করছেন কোহলি ও আনুশকা। এখানে ৭ কোটি রুপি সংগ্রহে চোখ তাদের। চটজলদিই ফান্ডে ২ কোটি রুপি দিয়েছেন তারা।
আনুশকা একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন। সবার সমর্থন চেয়ে লিখেছেন, ‘দেখুন, ভারত কোভিডের দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়ছে। আমাদের স্বাস্থ্যসেবা একেবারে কঠিন চ্যালেঞ্জের মুখে। এ সময়ে দেশের মানুষের এই ভোগান্তি দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তাই সবাইকে সঙ্গে নিয়ে কোভিড রিলিফে ফান্ড তুলতে বিরাট ও আমি একটি ক্যাম্পেইন শুরু করলাম।’
ভিডিও বার্তায় তারা আরও বলেন, ‘ভারত খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা অতিমারির সঙ্গে লড়ছি। আমরা সেসব মানুষদের প্রতি কৃতজ্ঞ যারা দিন রাত লড়াই করছেন। তাদের নিবেদন অবিশ্বাস্য। কিন্তু তাদের আমাদের সমর্থন প্রয়োজন। তাদের সঙ্গে দাঁড়াতে হবে। অনেক আত্মবিশ্বাস নিয়ে এই ফান্ড উত্তোলনের কাজ শুরু করলাম। আশা করি এই কঠিন পরিস্থিতিতে যথেষ্ট সহায়তা আমরা পাবো।’
সাত দিনের জন্য চলবে এই ফান্ড উত্তোলন। তারপর অর্জিত অর্থ পাঠানো হবে এসিটি গ্র্যান্টসে, যারা মহামারিকালে অক্সিজেন সরবরাহ, চিকিৎসা জনশক্তি, টিকা সচেতনতা ও টেলিমেডিসিন সহযোগিতায়।
Discussion about this post