ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিতের পর ঘরে ফিরতে শুরু করেছেন ৮ দলের ক্রিকেটাররা। কিন্তু বিপাকে ভিনদেশীরা। কারণ করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাওয়া ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ অনেক দেশেরই। এ অবস্থায়
বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের ফেরা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
অবশ্য আইপিএল খেলতে যাওয়া এই দুই ক্রিকেটারকে দেশে পাঠানোর ব্যবস্থা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন এমনই তথ্য দিয়েছেন গণমাধ্যমে। টুর্নামেন্ট স্থগিত করার পর দেশটিতে খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের নিজ দেশে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আয়োজকরা।
আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানান, ‘একটি সঠিক পথ খুঁজে বিদেশী ক্রিকেটারদের দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘দেখুন, সাকিব-মুস্তাফিজকে কিন্তু বিসিবি ফিরিয়ে আনবে না। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানো হবে। বিসিসিআই, ফ্রাঞ্জাইজি কিংবা আইপিএল কর্তৃপক্ষ, সবাই মিলে খেলোয়াড়দের নিজ নিজ দেশে পাঠানোর জন্য চাটার্ড ফ্লাইটের ব্যবস্থা করছে। সেভাবেই দেশে ফিরবে সাকিব-মুস্তাফিজ।’
যদিও এখনো সাকিব-মুস্তাফিজ কবে ফিরবেন ঠিক হয়নি। এরমধ্যে স্বস্ত্রীক দিল্লিতে আছেন মুস্তাফিজ। সাকিব আহমেদাবাদে। তাদের চাটার্ড ফ্লাইটে ঢাকায় কিভাবে পাঠানো যায় সেটা ভাবছে ভারতীয় বোর্ড।
এদিকে দেশে ফিরে ১৪ দিন কোয়ারেন্টাইন করতেই হবে সাকিবদের। বিসিবি কোয়ারেন্টাইন প্রক্রিয়া কমানোর বিষয়ে আবেদন করেছিল। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেটি না করে দেওয়া হয়েছে। এ অবস্থায় ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। সেটি হতে পারে সরকারের নির্ধারণ করা কোন হোটেলে।
Discussion about this post