ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গোটা বিশ্বজুড়ে পালিত হচ্ছে মাহে রমজান। মুসলিমদের মহিমান্বিত মাসে ধর্মপ্রাণ মুসলিমরা দিনভর না খেয়ে রাখঝেন রোজা। এরমধ্যে ব্যতিক্রম নয় ক্রিকেটাররাও। খেলা নিয়ে ব্যস্ত থাকলেও রোজা রাখছেন অনেকেই। এরমধ্যে আছেন তারকা ক্রিকেটার থেকে শুরু করে ভিন্ন ধর্মীরাও। কি বিস্মিত হচ্ছেন?
সেটাইতো স্বাভাবিক। তবে শুনুন রোজা রাখলেন ভিন্নধর্মের দুই ক্রিকেটার কেন উইলিয়ামসন ও ডেভিড ওয়ার্নার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের তিন ক্রিকেটার রশিদ খান, মোহাম্মদ নাবি, মুজিব উর রহমানের সঙ্গে তারাও রোজা করলেন।
রশিদ খান এই খবরটি জানালেন। রোববার রাতে আফগান লেগস্পিনার ইনস্ট্রাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে ইফতারের আগে ওয়ার্নার ও উইলিয়ামসনদের রোজা রাখার অভিজ্ঞতা প্রসঙ্গে প্রশ্ন করছেন রশিদ। ওয়ার্নারের কাছে রশিদের জানতে চান, ‘ডেভিড, আজ তোমার রোজা কেমন গেলো?’
ওয়ার্নার উত্তরে বলেন ‘খুবই ভালো। যদিও এখন খুব তৃষ্ণা পেয়েছে। অনেক ক্ষুধাও লেগেছে। গলা একেবারে শুকিয়ে গেছে আমার।’ সংক্ষিপ্ত সেই ভিডিওতে একই প্রশ্ন নিউজল্যান্ড অধিনায়ক উইলিয়ামসনকেও করেন রশিদ। তিনি বলেন, ‘আমারও খুব ভালো লাগছে।’
অনেকেরই জানা উইলিয়ামসনের স্ত্রী সারাহ রহিম ইসলাম ধর্মালম্বী। এ কারণেই ইসলাম ধর্মের রীতিনীতি ভালই জানেন কিউই ক্যাপ্টেন। অবম্য ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ধরে রাখেন তিনি।
ইনস্ট্রাগ্রামের সেই ভিডিওর শেষ দিকে রশিদ খান বলেন, ‘এই দুই কিংবদন্তি আজ রোজা রেখেছেন। ইফতারের টেবিলে ওদের দেখে সত্যি ভালো লাগছে।’ ঠিক তখনই ওয়ার্নার বললেন, ‘কঠিন, সত্যিই অনেক কঠিন।’
Discussion about this post