ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি একাদশে থাকবেন কীনা এনিয়ে জোর আলোচনা ছিল। শেষ অব্দি সাকিব আল হাসান থাকলেন কলকাতা নাইট রাইডার্সের একাদশে। কিন্তু বল হাতে দুই ওভার করতে পেরে সুযোগটা ঠিক কাজে লাগাতে পারলেন না দলের এই বাংলাদেশি তারকা। ২ ওভারে রান বেশি দেওয়ায় চার ওভারের কোটা শেষ করার সুযোগ পেলেন না সাকিব।
শুরুতে দুই উইকেট তুলে নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে অবশ্য চেপে ধরেছিল কলকাতা। কিন্তু এরপর গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে সর্বনাশ নাইটদের। এই দুই তারকা ঝড়ো ফিফটিতে রোববার বেঙ্গালুরু ৪ উইকেটে তুলল ২০৪ রান।
অথচ খেলার দ্বিতীয় ওভারে বরুণ চক্রবর্তীর জোড়া আঘাতে শুরুটা বেশ ছিল কলকাতার। দ্বিতীয় বলে রাহুল ত্রিপাঠীকে ক্যাচ দিয়ে বিদায় নেন বিরাট কোহলি (৫)। এরপর ফেরান রজত পতিদাকে (১)। কিন্তু এরপর গ্লেন ম্যাক্সওয়েল শো। সর্বনাশ শাহরুখ খানের দলের।
পাওয়ার প্লের শেষ ওভারে অস্ট্রেলিয়ান ম্যাক্সওয়েল সাকিবকে চেপে ধরেন। সেই ওভারে একটি ছয় ও দুটি চার হাঁকান ম্যাক্সওয়েল। ১৭ রান পায় বেঙ্গালুরু। আগের ওভারেই অবশ্য মাত্র ৭ রান দেন সাকিব। কিন্তু পরে ছন্দ ধরে রাখা হয়নি। ২ ওভারে ২৪ রান দেওয়ায় অধিনায়ক এউইন মরগান আর বল দেননি সাকিবের হাতে।
৪৯ বলে ৯ চার ও ৩ ছয়ে ৭৮ রান করে তবেই ফেরেন ম্যাক্সওয়েল। পেসার প্যাট কামিন্সের বলে আউট তিনি। ডি ভিলিয়ার্সও ঠিকই ঝড় তুললেন। তিনি ৩৪ বলে ৯ চার ও ৩ ছয়ে অপরাজিত ৭৬ রানে। জেমিসন ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪ বলে ১১ রানে নটআউট। শেষ ১০ ওভারে ১২০ রান যোগ করে বেঙ্গালুরু।
এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে রোববার হতাশই করলেন সাকিব। আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।
Discussion about this post