ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে প্রস্তুত শ্রীলঙ্কা। দেশের মাঠে অনুষ্ঠেয় এই সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে নতুন মুখ বাঁহাতি স্পিনার প্রভিন জয়াবিক্রমা। এক সিরিজ পরই দলে ফিরলেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ম্যাচে লঙ্কান দলের নেতৃত্ব দেবেন দিমুথ করুনারত্নে।
ইনজুরিতে থাকা আক্রান্ত লাসিথ এম্বুদেনিয়ার জায়গায় ডাক পেলেন ২২ বছর বয়সী প্রাভিন জয়াবিক্রমা। ঘরোয়া ক্রিকেটে সাফল্যের পুরস্কার পেলেন তিনি। প্রভিন জয়াবিক্রমা শ্রীলঙ্কা ক্রিকেট মেজর ক্লাব লিমিটেড ওভার ক্রিকেট টুর্নামেন্টে ৭ ম্যাচ খেলে নেন ১৫ উইকেট। ২০১৮ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় এই এই বাঁহাতি স্পিনারের।
পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না খেলা অ্যাঞ্জেলো ম্যাথুজ ও করোনা আক্রান্ত হয়ে সফর মিস করা লাহিরু কুমারা থাকছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে। এই সিরিজে নেই দুশমন্ত চামিরা। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে টেস্ট সিরিজের দল থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে বাংলাদেশ দল রয়েছে শ্রীলঙ্কায়। দুই দলের দুটি টেস্ট ম্যাচ হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২১ এপ্রিল কান্ডির পাল্লেকেলেতে শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
শ্রীলঙ্কার টেস্ট দল
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, পাথুম নিসানকা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, রোশেন সিলভা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, দাসুন শানাকা, ভানিদু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, সুরঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রাভিন জয়াবিক্রমা।
Discussion about this post