পোর্ট এলিজাবেথে সিরিজ জিতে নিয়েছিল পাকিস্তান। তাইতো শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হয়ে উঠে শুধুই সম্মানের লড়াই। আর তাতে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর অর্থ ২-১ সিরিজ জিতল সফরকারীরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই পাকিস্তানের প্রথম দ্বি-পক্ষীয় ওয়ানডে সিরিজ জয়।
সেঞ্চুরিয়নে প্রথমে ব্যাট করতে নেমে ৪৬.৫ ওভারে ১৭৯ পাকিস্তান। মিসবাহ উল হক ১০৭ বলে অপরাজিত ৭৯ রান করেন
জবাবে দক্ষিণ আফ্রিকা ৩৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ৪৬.৫ ওভারে ১৭৯/১০ (আমিন ২৫, মাকসুদ ২৫, মিসবাহ ৭৯*; ফিল্যান্ডার ৩/২৬, ম্যাকলারেন ২/২৮, সোতসোবে ২/৩৮, তাহির ২/৫৬)
দক্ষিণ আফ্রিকা: ৩৮.৪ ওভারে ১৮১/৬ (আমলা ৪১, ডুমিনি ১৬, ডি ভিলিয়ার্স ৪৮*, মিলার ২৪; আজমল ২/৩৪)
ফল: দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ভার্নন ফিল্যান্ডার
সিরিজ: ৩ ম্যাচ সিরিজ পাকিস্তান ২-১ এ জয়ী
সিরিজসেরা: সাঈদ আজমল।
Discussion about this post