ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্ট দল থেকে তিনি অনেকটাই দূরে চলে গেছেন। ভবিষ্যতে এই ফরম্যাটে তিনি দলে জায়গা পাবেন কীনা সেটি নিয়েও আছে অনিশ্চয়তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত কেন্দ্রীয় টেস্ট চুক্তিতেও নাম নেই মাহমুদউল্লাহ রিয়াদের। এ কারণেই জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজে সিরিজের পর শ্রীলঙ্কা সিরিজেও তাকে বিবেচনায় আনেনি টিম ম্যানেজম্যান্ট।
যদিও এরমধ্যে ফিটনেসেও সমস্যা আছে বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়কের। নিউজিল্যান্ড সিরিজ পাওয়া চোট থেকে মুক্তি পান নি মাহমুদউল্লাহ। এ কারণে এখনো মাঠের বাইরেই এই তারকা ক্রিকেটার।
তবে নিজেকে ফেরার লড়াইয়ে রেখেছেন মাহমুদউল্লাহ। শনিবার বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুকে পেজে একটি ভিডিও পোস্ট করেন এই অলরাউন্ডার। সেখানে তাকে ট্রেডমিলে দৌড়াতে দেখা গেলো। আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ। এখানে মাঠের বাইরে বসে থাকতে চান না তিনি। ফিটনেস ঠিক রাখছেন টি-টুয়েন্টি অধিনায়ক।
ফেসবুকে দৌড়ানোর ভিডিও পোস্ট করে অবশ্য ভিন্ন ক্যাপশন দিলেন রিয়াদ। রমজানের ফজিলত তুলে ধরে এই তারকা ক্রিকেটচার লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। রমজান মাস অনেক বরকতময়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন এবং সব রোজাদারের রোজা সহজ করে দিন। আমিন। ভালো কাজ করি, সবাই সবার জন্য মন থেকে দোয়া করি…।’
ব্যাট হাতে এমনিতে সময়টা ভাল যাচ্ছে না মাহমুদউল্লাহর। টেস্টে সর্বশেষ ৮ ইনিংসে মাহমুদউল্লাহর সর্বোচ্চ অপরাজিত ৩৯, এরপর পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে নাসিম শাহর হ্যাটট্রিক করেন তাকে ফিরিয়ে। তারপর তাকে টেস্ট ক্রিকেটে বিবেচনা করছে না বিসিবি। টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে নেই মাহমুদউল্লাহ। তবে অশ্চিয়তা কাটিয়ে ফিরতে প্রস্তুত তিনি।
Discussion about this post