ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের দিন নির্বিঘ্নেই শ্রীলঙ্কায় পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার শুরু তাদের তিনদিনের হোটেল বন্দি জীবন। মানে এখনই কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে তামিম ইকবাল-মুমিনুল হকদের। তার আগে করোনা পরীক্ষাও দিতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
২২ দিনের সংক্ষিপ্ত সফরে লঙ্কানদের সঙ্গে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপরই আগামী ৪ মে দেশে ফিরবেন তারা। অবশ্য মাঝের সময়টা বেশ সতর্ক থাকতে হবে। করোনার কারণে সবই বদলে গেছে। একটু আয়েশ করারও সুযোগ নেই। অবশ্য শ্রীলঙ্কায় মাঠের বাইরে পরীক্ষা দিতে হবে না টাইগারদের।
এর আগেই নিউজিল্যান্ড সফরে দল বেশ ভুগেছে। সফরে গিয়ে ১৪ দিনের হোটেলবন্দি কোয়ারেন্টাইন করতে হয় তাদের। দলের ক্রিকেটাররা অবসাদে ভুগেছেন। পরের সাতদিন সীমিত পরিসরে অনুশীলনের সুযোগ পায় দল। সব মিলিয়ে লম্বা সময় আলাদা থাকতে হয়েছে তামিমদের।
এরপর মাঠের ক্রিকেটে ভরাডুবি। টানা ৬ ম্যাচেই হার। সেই ধাক্কা সামলে উঠার আগেই এবার শ্রীলঙ্কা সফর। এখানে কড়া নিয়ম নেই। ৩ দিনের কোয়ারেন্টাইন। ৩ দিনে ২টি পিসিআর পরীক্ষায় নেগেভিট ফল এলে দলগতভাবেই অনুশীলনের সুযোগ পাপেয়ে যাবে টাইগাররা।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) ব্যবস্থাপনা কমিটির প্রধান অর্জুনা ডি সিলভা জানালেন, ‘বাংলাদেশের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ এখানে বাংলাদেশের চেয়েও নিরাপদে থাকবে।’
বাংলাদেশ থেকে দুটি করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে শ্রীলঙ্কা গেছেন মুমিনুলরা। সেখানে পৌঁছে কোয়ারেন্টাইন শুরুর আগে একবার নমুনা দিয়েছেন। দল আছে কলম্বোর নেগাম্বুয়ার হোটেলে। এখানেই এখন ৩ দিনের কোয়ারেন্টাইন। এই সময়ে দুটি ফলাফলে নেগেটিভ হলেই মুক্তি।
দুই টেস্টের সিরিজের জন্য ২১ জনের প্রাথমিক দলের সঙ্গে সফরে গেলেন কোচ, সাপোর্ট স্টাফ ও বিসিবি কর্মকর্তা মিলিয়ে প্রায় ৪০ জনের বেশি সদস্য। সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।
ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের দুটি টেস্ট। প্রথম টেস্ট শুরু ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট শুরু ২৯ এপ্রিল থেকে।
Discussion about this post