ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যর্থ এক সফর শেষে নিউজিল্যান্ড থেকে আগামী রোববার দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় দেড়মাসের সফরে তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি খেলে প্রতিটিতেই হেরেছে দল। রোববার বেলা ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার কথা মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীমদের।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টিম লিডার জালাল ইউনুস গণমাধ্যমে বলেন- সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে স্থানীয় সময় ৩ এপ্রিল দিবাগত রাত ১টা ২০ মিনিট যাত্রা শুরু করবেন তারা। বাংলাদেশ সময় ৩ এপ্রিল সন্ধ্যা ৬টা ২০ মিনিট। ১৫ ঘণ্টার বেশি সময়ের এ যাত্রা শেষে রোববার বেলা ১১টায় দেশে পৌঁছাবে ক্রিকেটাররা। দুবাইয়ে যাত্রাবিরতি।
গত ফেব্রুয়ারির শেষ দিকে নিউজিল্যান্ড সফরে যায় বাংলাদেশ দল। প্রথমে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়। তারপর ওয়ানডে সিরিজের তিন ম্যাচে হারে দল। টি-টুয়েন্টি সিরিজেও একই গল্প।
ঢাকায় ফিরে তেমন বিশ্রাম পাচ্ছে না বাংলাদেশ দল। এ মাসেই দল যাবে শ্রীলঙ্কায়। সেখানে তারা খেলবে দুটি টেস্ট ম্যাচ।
Discussion about this post