সফরের শুরু থেকে শেষ, একই গল্প! একই হতাশার বৃত্তে বন্ধী থাকা। নিউজিল্যান্ড সফর থেকে পাওয়া হলো না কিছুই। ওয়ানডের তিন ম্যাচের পর টি-টুয়েন্টিতেও তিন হার। সব মিলিয়ে নিউজিল্যান্ডের মাঠে টানা ৩২ হার! অকল্যান্ডে বৃহস্পতিবার বৃষ্টি বিঘ্নিত তৃতীয় টি-টুয়েন্টিতে ৬৫ রানে জিতেছে নিউজিল্যান্ড। ওয়ানডের পর বাংলাদেশকে টি-টুয়েন্টিতেও হোয়াইটওয়াশ করল কিউইরা।
ঝড় তুলে নিউজিল্যান্ড ১০ ওভারে করে ১৪১ রান। এরপর জবাবে নেমে বিস্ময়করভাবে বাংলাদেশ খেলতে পারেনি ১০ ওভারও। তিন বল বাকি থাকতে অলআউট ৭৬ রানে। বলা দরকার, বৃষ্টির জন্য তৃতীয় টি-টুয়েন্টির দৈর্ঘ্য নেমে আসে ১০ ওভারে।
কিন্তু সেই ম্যাচেও হতাশ করা ব্যাটিংয়ে দলকে ডুবালেন টাইগার ব্যাটসম্যানরা। ১০ ওভারের ম্যাচেও হারতে হলো ৬৫ রানে! সব মিলিয়ে হতাশা সঙ্গী করেই নিউজিল্যান্ড থেকে দেশে ফিরছে বাংলাদেশ দল।
অবশ্য ২০০৬ সালের পর এবারই প্রথম মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ মানে পঞ্চপান্ডব খ্যাত এই তারকাদের ছাড়া খেলতে নামে দল। ১৫ বছর পর তাদের কেউই ছিলেন না জাতীয় দলে। আর এই দলটাকে নেতৃত্ব দেন লিটন দাস। মাহমুদউল্লাহর বাঁ ঊরুতে টান পড়েছি। তিনি না থাকায় দল নতুন অধিনায়ক বেছে নেয়। টস জিতলেও ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারেন নি লিটন। বরং মাথা নীচু করেই দেশে ফিরতে হচ্ছে তাদের।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ১০ ওভারে ১৪১/৪ (গাপটিল ৪৪, অ্যালেন ৭১, ফিলিপস ১৪, মিচেল ১১*, চাপম্যান ০*; নাসুম ২-০-২৯-০, তাসকিন ২-০-২৪-১, শরিফুল ২-০-২১-১, রুবেল ২-০-৩৩-০, মেহেদি ২-০-৩৪-১)।
বাংলাদেশ: ৯.৩ ওভারে ৭৬ (নাঈম ১৯, সৌম্য ১০, লিটন ০, শান্ত ৮, আফিফ ৮, মোসাদ্দেক ১৩, মেহেদি ০, শরিফুল ৬, তাসকিন ৫, রুবেল ৩*, নাসুম ৩; সাউদি ২-০-১৫-৩, মিল্ন ২-০-২৪-১, ফার্গুসন ২-০-১৩-১, অ্যাস্টল ২-০-১৩-৪, ফিলিপস ১.৩-০-১১-১)।
ফল: নিউজিল্যান্ড ৬৫ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী
ম্যাচসেরা: ফিন অ্যালেন
সিরিজসেরা: গ্লেন ফিলিপস
https://twitter.com/sparknzsport/status/1377563558431494145?s=20
Discussion about this post