নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ইনজুরিতে নেই। তার জায়গায় বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন দাস। আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো টস করতে নেমে সৌভাগ্যের পরশ পেলেন তিনি। বৃহস্পতিবার জিতলেন টস। শুরুতে ফিল্ডিং নিলেন তিনি।
অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিও থাকল বৃষ্টির চোখ রাঙানি। বৃষ্টিতে যে সময় নষ্ট হয়েছে তাতে আম্পায়াররা সিদ্ধান্ত নেন খেলা ২০ নয়, ১০ ওভারের। এরমধ্যে পাওয়ার প্লে ৩ ওভার।
এমনিতে নিউজিল্যান্ড সফরে এবার আগের তিন ওয়ানডে ও দুই টি-টুয়েন্টি মানে শেষ পাঁচ ম্যাচে তার রান যথাক্রমে ১৯, ০, ২১, ৪ ও ৬। সব মিলিয়ে ৫০। বাংলাদেশ দলের সপ্তম টি-টুয়েন্টি অধিনায়ক লিটন। বাংলাদেশ দলের ১৮তম অধিনায়ক তিনি।
ম্যাচে আগের ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ দলে পরিবর্তন আনা হলো তিনটি। চোটের কারণে নেই নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। একাদশে জায়গা পাননি মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফ উদ্দিন। সুযোগ পেলেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন ও রুবেল হোসেন। রুবেল বাংলাদেশের হয়ে সবশেষ টি-টুয়েন্টি খেলেন ২০১৮ সালের অগাস্টে। শান্ত ২০১৯ সালের সেপ্টেম্বরে আর মোসাদ্দেক ২০১৯ সালের নভেম্বরে খেলেন শেষ টি-টুয়েন্টি।
সিরিজ জেতা নিউজিল্যান্ড শেষ ম্যাচের একাদশে পরিবর্তন করেছে দুটি। লেগ স্পিনার ইশ সোধির জায়গায় সুযোগ পেলেন আরেক লেগ স্পিনার টড অ্যাস্টল। পেসার হামিশ বেনেটের জায়গায় একাদশে ফাস্ট বোলার লকি ফার্গুসন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়াং, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), টড অ্যাস্টল, লকি ফার্গুসন, অ্যাডাম মিল্ন।
Discussion about this post