ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নতুন করে আঙুলের চোট পেয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে। এদিকে পুরোনো কাঁধের চোট ছিল। যে কারণে মুশফিকুর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি। জানা গেছে, চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় সিরিজের পরবর্তী দুই ম্যাচেও মুশফিকের খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
আগে থেকেই কাঁধের চোট ভোগাচ্ছিল মুশফিককে। সেই সঙ্গে এবার যোগ হয়েছে আঙ্গুলের চোটও। শেষ ওয়ানডেতে তাসকিন আহমেদের ছোড়া বল হেনরি নিকোলসের ব্যাটের কানায় লেগে মুশফিকের গ্লাভস ছুঁয়ে বাউন্ডারিতে চলে যায়। এরপরই বেশ অস্বস্তিতে দেখা যায় তাকে। তারপরও পুরো ম্যাচে উইকেটের পেছনে দায়িত্ব পালন করেন এই উইকেটরক্ষক। এমনকি ব্যাটিংয়েও নেমেছিলেন। তবে দলকে বড় স্কোর উপহার দিতে পারেননি।
টি-টোয়েন্টি সিরিজ থেকে আগেই সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। এদিকে সাকিব আল হাসান পুরো নিউজিল্যান্ড সফর থেকেই নিয়েছেন। যে কারণে বেশ অনঅভিজ্ঞ দলই প্রথম টি-টোয়েন্টিতে খেলেছে বাংলাদেশ। যে কারণে ৬৬ রানের বড় হারও মানতে হয়েছে সফরকারীদের। সেই ক্ষত কাটিয়ে ওঠার আগেই অভিজ্ঞ মুশফিককে নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে টাইগার শিবিরে।
Discussion about this post