ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সব সমালোচনা আর শঙ্কা উড়িয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ভারতে গেলেন সাকিব আল হাসান। বাংলাদেশের সাবেক অধিনায়ক খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। শনিবার সকালে সাকিব ঢাকা ছাড়েন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রটোকল কমিটির সদস্য ওয়াসিম খান গণমাধ্যমে বলেন,‘ইউএস বাংলার একটি ফ্লাইটে পৌনে ১০টায় সাকিব কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।’
শঙ্কা শেষে আইপিএল খেলার জন্য ছুটি পেয়েছেন তিনি। এবার সাকিবের এবারের আইপিএল-যাত্রা হলো নীরবে। কবে যাবেন-সেটা আগে থেকে জানা যায়নি।
এর আগে একটি ফেসবুক লাইভে বিস্ফোরক মন্তব্য করে গত কয়েকদিন ধরেই আলোচনায় ছিলেন সাকিব। এরপর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর থেকেই তিনি গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। মিরপুরে অনুশীলন করলেও গণমাধ্যমে কারো সঙ্গে কথা বলেননি তিনি। এবার নীরবেই চলে গেলেন কলকাতায়।
আইপিএলে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে নামবে ১১ এপ্রিল। প্রতিপক্ষ তারই সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএলের চতুর্দশ আসরে তাকে নিয়েঠে কলকাতা নাইট রাইডার্স। ৩ কোটি ২০ লাখ রুপি খরচ করে বলিউড বাদশা শাহরুখ খানের দল কিনে নিয়েছে তাকে। এবার বাংলার দলটির হয়ে মাঠ মাতানোর অপেক্ষায় বিশ্বসেরা এই অলরাউন্ডার।
Discussion about this post