ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাকিব আল হাসানের নিজের একাডেমি নিয়ে আগ্রহের শেষ নেই। কারণ তিনিই যে এখানে হাতে-কলমে শেখাবেন। সেই মাস্কো সাকিবের একাডেমি অফিসিয়ালি কাজ শুরু হয়েছে। বিশ্বমানের সুযোগ-সুবিধা থাকায় আলোচনায় এটি।ওয়ানডের বিশ্বসেরা এই অলরাউন্ডার একাডেমি তৈরি হওয়ার পর সেখানে যাননি। বৃহস্পতিবারই প্রথমবারের মতো রাজধানীর অদূরে স্থাপিত পূর্বাচলে নিজের একাডেমিতে গেলেন সাকিব।
শৈশবের কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের অধীনে অনুশীলন করলেন সাকিব। তারপরই নিজের একাডেমির ছাত্রদের সঙ্গেও সময় কাটান তিনি। তাদের পরামর্শ দিলেন তিনি।
গণমাধ্যমে সাকিব অবশ্য কথা বলেন নি। তবে সালাহউদ্দিন বলেন, ‘বাচ্চাদের সাথে যেহেতু সাকিবের আগে পরিচয় হয়নি, বাচ্চারা তাকে দেখেনি সামনাসামনি। আজ সরাসরি দেখলো, এটা তাদের জন্য ভালো একটা অভিজ্ঞতা। যেহেতু কাল তার জন্মদিন ছিল সেটাও আমরা উদযাপন করলাম একসঙ্গে। ছেলেদের উদ্দেশ্যে বেশি কিছু বলেনি কিন্তু যতটুকু বলা দরকার ততটুকু বলেছে। যতটুকু উপদেশ দেওয়ার সেটা দিয়েছে ও।’
ভবিষ্যতে একাডেমির ছাত্রদের সঙ্গে সাকিব অনুশীলন করবেন বলে জানালেন সালাহউদ্দিন। এসব কিছুর জন্য সাকিব প্রস্তুত ছিলেন না বলেও জানান তিনি। সাকিবের জন্মদিন আয়োজন করা হয়েছে বলে জানান আলোচিত এই কোচ।
সালাহউদ্দিন বলেন, ‘ভবিষ্যতে যখন আসবে তখন ও নিজেই তাদের সঙ্গে অনুশীলন করবে, তখন হয়তো আরও বেশি কথা বলবে। একজন খেলোয়ায়াড় হিসেবে ছেলেদের স্বাভাবিকভাবে যা বলা দরকার, কীভাবে কী করতে হবে সে জিনিসগুলোই বলেছে। আসলে ও অপ্রস্তুত ছিল। ও আসলে ভাবেইনি যে এখানে এরকম আয়োজন হবে।’
১৬ বিঘা জমির উপর তৈরি করা হয়েছে সাকিবের এই একাডেমি। ১২ হাজার স্কয়ার ফুটে আছে অনুশীলনের সুযোগসুবিধা। সেন্টার উইকেটে উইকেট ছয়টি। ইনডোর ও আউটডোর মিলে পুরো একাডেমিতে উইকেট ১৯টি। কৃত্রিম আলোয় অনুশীলন করতে শক্তিশালী ফ্লাডলাইটের ব্যবস্থা আছে।
Discussion about this post